সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাওড়া-বর্ধমান শাখার একাধিক লোকাল ট্রেন ২ সপ্তাহ বা’তি’ল, রইলো তা’লি’কা

গত বুধবার পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘হাওড়া ডিভিশনের রসুলপুর-শক্তিগড় শাখায় তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজে ওএইচই মডিফিকেশনের জন্য ২০ আগস্ট থেকে থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

এই কদিন প্রতি রাতে শক্তিগড় স্টেশনে আপ ও ডাউন হাওড়া-বর্ধমান কর্ড লাইন, রিভার্স লাইন এবং আপ ও ডাউন হাওড়া-বর্ধমান মেন লাইনে একসঙ্গে দেড় ঘণ্টার (রাত ১ টা ৩০ মিনিট থেকে রাত ৩টে পর্যন্ত) ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।’ সেই পরিস্থিতিতে হাওড়া-বর্ধমান-হাওড়া মেন এবং কর্ড লাইনের চারটি লোকাল ট্রেন বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।

হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেনের তালিকা :-

১. ট্রেন নম্বর ৩৬৮৫৫ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া কর্ড লাইন): আগামিকাল (শুক্রবার, ১৯ আগস্ট) থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে ২২ আগস্ট, ২৬ আগস্ট এবং ৩০ আগস্ট ৩৬৮৫৫ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া কর্ড লাইন) ট্রেন চলবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: সব প্রমাণ হ’বে, কেউ ছাড় পাবে না, কাকে উ’দ্দে’শ্য করে বা’র্তা পার্থর?

২. ট্রেন নম্বর ৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া মেন লাইন): শনিবার (২০ আগস্ট) থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন বাতিল থাকবে। তবে ২৩ আগস্ট, ২৭ আগস্ট এবং ৩১ আগস্ট ট্রেন চলবে ৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া মেন লাইন)।

বর্ধমান থেকে বাতিল লোকাল ট্রেনের তালিকা :-

১. ট্রেন নম্বর ৩৭৮১২ বর্ধমান-হাওড়া (ভায়া মেন লাইন): শনিবার (২০ আগস্ট) থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩৭৮১২ বর্ধমান-হাওড়া (ভায়া মেন লাইন) লোকাল ট্রেন বাতিল থাকবে। তবে ২৩ আগস্ট, ২৭ আগস্ট এবং ৩১ অগস্ট ট্রেন বাতিল থাকবে না। ওই তিনদিন ট্রেন চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

২. ৩৬৮১২ বর্ধমান-হাওড়া (ভায়া কর্ড লাইন): ২০ আগস্ট (শনিবার) থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে ৩৬৮১২ বর্ধমান-হাওড়া (ভায়া কর্ড লাইন) লোকাল। ওই সময়ের মধ্যে শুধুমাত্র ২৩ আগস্ট, ২৭ আগস্ট এবং ৩১ আগস্ট ট্রেন চলবে।