Home দেশ এই গাছের পাতা বি’ক্রি করেই ১২ লক্ষ মানুষ ইনকাম করেন, আ’য় হয়েছে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই গাছের পাতা বি’ক্রি করেই ১২ লক্ষ মানুষ ইনকাম করেন, আ’য় হয়েছে ৬০০ কোটি টা’কা

এতদিন ব্ল্যাক ডায়মন্ডের কথা শুনেছেন, এবার শুনুন গ্রীন গোল্ডের। আগে হ্যা এই সবুজ সোনার কারণেই মানুষ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। গ্রামে গঞ্জে কোথায় আর তেমন জীবিকা নির্বাহের সুবিধা? কাজের খোজে মানুষ আসছে শহরে।

সেই কারণেই খালি হয়ে যাচ্ছে গ্রাম। না হচ্ছে কোনো শিল্প কারখানা, যাতে গ্রামের ছেলে মেয়রা নিজেদের মতো কাজ করে সংসার চালাবে। সরকারি কোষাগারের বেহাল অবস্থা যার কারণে ঠিকমতো হচ্ছে না নিয়োগ।

তাই কাজের খোজে পেটের দায়ে তারা সকলেই শহর মুখী হচ্ছে। কিন্তু এই যে সমস্যা সেটার সমাধান করতে ছত্তিশগড় সরকার এক দারুণ পদক্ষেপ নিয়েছে। তেদু নামে একটি পাতা হয়, যেটাই নতুন ভাবে কর্মসংস্থানের সৃষ্টি করেছে ছত্তিশগড়ে।

আরো পড়ুন: জমি নিয়ে বি’রো’ধ অথবা বিয়েতে দে’রি? মঙ্গল দু’র্ব’ল নয় তো? জানুন প্রতিকার

সরকারের মতে তারা এই চলতি বছরে এই পাতা নাকি অনেক সংগ্রহ করেছে, যা সংখ্যায় ১৫ লক্ষ্য স্ট্যান্ডার্ড ব্যাগ। যেটা আগের বছরের তুলনায় ৯৪% বেশী। জানা গেছে এই কাজ করে গ্রাম গঞ্জের কৃষকেরা ৬৩০ কোটি টাকা পর্যন্ত আয় করেছে।

এই তেদু পাতা নিয়ে ছত্তিশগড় সরকার বিভিন্ন স্তরে প্রচার চালাচ্ছে। যার কারণে দারুণ ভাবে সাফল্য পেয়েছে তারা এমনটাই মনে করা হচ্ছে। প্রত্যন্ত গ্রামের আদিবাসীরা এই কাজের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করে চলেছে।

এই বছর সব থেকে বেশী তেদু পাতার স্ট্যান্ডার্ড ব্যাগ সংগ্রহ করা গেছে ১৫ লক্ষ ৭৮ হাজার, গত বছর যেটা ছিল ১৩ লক্ষ ৬ হাজার।