সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাকরির বা’জা’রে বড় খবর, রো’জ’গা’র মেলায় ৭১ হাজার নি’য়ো’গ’পত্র বি’লি প্রধানমন্ত্রীর

আজ রোজগার মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট ৭১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র বিলি করলেন, আর সেখানে মোট ৪৫ টি জায়গার থেকে সরাসরি নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হল। রবে হিমাচল প্রদেশ ও গুজরাটকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয় নি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেখানে দেশের চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন, আর তাদের তিনি দেশের সারথি হিসেবেও উল্লেখ করেন। তিনি তাদের উদ্দেশ্যেই বলেছেন, বিশ্ব যখন সংকটের মধ্যে রয়েছে ঠিক সেই সময়ে ভারতের সুযোগ রয়েছে শীর্ষস্থানে পৌছে যাওয়ার। আর সেজন্য তরুন প্রজন্মের ওপরে ভরসা করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মহামারির কারণে বিশ্বের তরুণদের সামনে সংকট তৈরী হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, উন্নত দেশ গুলোতেও এই সংকট আসতে পারে। কিন্তু এই সময়ে ভারতের জন্য এক দারুণ সুযোগ রয়েছে। এটি একটি গোল্ডেন অপরচুনিটি। গত অক্টোবরেও একসাথে ৭৫ হাজার নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল, এবারও ঠিক একই কাজ করা হল।

আরো খবর: এই কা’জটি আজও করেননি? নতুন বছরেই কা’জ করবে না প্যান কা’র্ড!

শেষে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ একটি যুগে এসে আপনারা একটা বড় দায়িত্ব পাচ্ছেন। দেশ কিন্তু অমৃতকালে প্রবেশ করেছে। আমরা দেশের নাগরিকরা কিন্তু দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এই লক্ষ্যে পৌছোতে আপনারাই দেশের সারথি হতে চলেছেন। যারা এই নতুন দায়িত্ব নিতে চলেছেন তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে নিযুক্ত হতে চলেছেন।