সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়ো খবর: বাগডোগরা বিমানবন্দর ১৫ দিনের জ’ন্য ব’ন্ধ থা’ক’বে, জানুন বিস্তারিত

সারা দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়ছে। রাজ্যের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দফায় দফায় বিধি-নিষেধ জারি করা হয়েছে। এতদিন বিমানবন্দরের পরিষেবা চালু রাখা হয়েছিল। তবে এবার বাগডোগরা বিমানবন্দর 15 দিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাগডোগরা বিমানবন্দর 15 দিনের জন্য বন্ধ থাকবে। না, করোনার জন্য নয়, রানওয়েতে সংস্কার আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বাগডোগরা বিমানবন্দরের তরফ থেকে এই ব্যাপারে একটি নির্দেশিকা জারি করা হলো। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আগামী 11 ই এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত রানওয়েতে কাজ চলবে। তাই রানওয়ে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। বর্তমানেও রানওয়েতে সংস্কারের কাজ চলছে। তাই আপাতত সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিমান ওঠানামা করছে বাংলার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরে।

তবে 11 ই এপ্রিল থেকে 25 শে এপ্রিল পর্যন্ত রানওয়ে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। 26 এপ্রিল থেকে রানওয়ে চালু হলে পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত বিমান ওঠানামা করবে বলে জানানো হয়েছে। এই বিষয়টি ইতিমধ্যেই দার্জিলিং জেলা প্রশাসনকে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ভারতীয় বিমান বাহিনীর সদস্য আধিকারিক এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালককে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন।

বাগডোগরা বিমানবন্দরে প্রতিদিন 30 টি বিমান ওঠানামা করে। 7000 থেকে আট হাজার যাত্রীর নিত্য যাতায়াত করেন। উত্তরবঙ্গে প্রবেশের অন্যতম পথ বাগডোগরা বিমানবন্দর। তাই বাইরে থেকে পর্যটকদের ভিড় লেগেই থাকে। এপ্রিল মাসে উত্তরবঙ্গে পর্যটনের মরসুম শুরু হচ্ছে। তবে করোনা সংক্রান্ত বিধি নিষেধ জারি থাকাতে ব্যবসা অনেকখানি মার খাবে। আশঙ্কায় ভুগছেন পর্যটন ব্যবসায়ীরা।