সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স’ম’কা’মী’দে’র বিষয়ে ব’ড়ো খবর, দেশে এই প্রথম

আমাদের দেশে এখনও সমকামীদের মেনে নিতে পারেনি দেশের সাধারণ মানুষজন। সর্বদা অবহেলার চোখেই থেকেছে তারা। তারাও যে মানুষ তাদেরও যে সাধারণ মানুষের মতো আবেগ, অনুভূতি সব কিছুই রয়েছে এটা অনেকেই ভুলে যায়। তবে এবার দেশের সমকামীদের জন্য এক দারুণ খবর।

দিল্লি হাইকোর্টের এক অভীজ্ঞ আইনজীবী নাম সৌরভ কীর্পালের, যার ইতিমধ্যেই পদন্নোতির সুপারিশ এসে গেছে সুপ্রিমকোর্টের তরফ থেকে। আর এই সিদ্ধান্তের পরেই আইঞ্জীবিদের মহলে এক বিশাল রব উঠেছে। তারা এই সিদ্ধান্তকে এক ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবেই মেনে নিচ্ছে। কারণ এর আগে কোনো সমকামীকে এই ধরনের মর্যাদা দেওয়া হয় নি দেশে। এবারই প্রথম একজন সমকামীকে বিচারপতির আসনে বসানোর জন্য সুপারিশ করল দেশের সর্বোচ্চ আদালত।

এর আগে ভারতের ইতিহাসে এমনটা কখনই ঘটে নি, যার কারণেই এই খবরে অনেকেই অবাক। চূড়ান্ত সিদ্ধান্ত হতে এখনও বাকি, তবে সেই সুপারিশে যদি সৌরভ কীর্পাল বিচারপতি হিসেবে নির্বাচিত হয় তাহলে, তিনিই হবেন ভারতের প্রথম সমকামী বিচারপতি।এই ধরনের সিদ্ধান্ত সত্যি দেশের মানুষের কাছে নতুন, কিন্তু বর্তমান সময়ের সাথে আমাদের মনোব