সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিরাট সি’দ্ধা’ন্ত মোদি সরকারের, সকল কৃষকরাই পাবেন কিষান ক্রেডিট কা’র্ড

ভারতের কৃষকদের জন্য বড়োসড়ো ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে ভারতবর্ষের প্রত্যেক কৃষককে কিষান ক্রেডিট কার্ড দেওয়া হবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়ে দিয়েছেন, এবার কেন্দ্রের তরফ থেকে দেশের প্রত্যেক কৃষককে কিষান ক্রেডিট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানালেন করোনা অতিমারীর সময়েও দেশের কৃষকদের এই কার্ড দেওয়া হয়েছে।

বিগত প্রায় এক বছর ধরে কেন্দ্রীয় সরকার দেশের প্রত্যেক কৃষককে কিষান ক্রেডিট কার্ড যোজনার আওতায় আনার জন্য অভিযান চালাচ্ছে। কেন্দ্রের সব প্রকল্প যাতে দেশের সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যায় তার জন্য ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে অন্যতম হলো কিষান ক্রেডিট কার্ডের পরিষেবা। দেশের সব কৃষককে এই পরিষেবার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে যে সকল কৃষকেরা চাষ বাস করতেন তারাই কেবল কিষান ক্রেডিট কার্ড পেতেন। তবে এবার থেকে যারা মৎস্যজীবী এবং পশু পালন করেন তারাও কিষান ক্রেডিট কার্ডের সুবিধা পেতে পারেন। শুধু তাই নয়, এই কার্ড ব্যবহার করে কেন্দ্রীয় সরকারের থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন তারা। কেন্দ্রীয় সরকার সাধারণত কৃষকদের তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে।

ঋণের সুদের হার ৯ শতাংশ। কিন্তু সরকারের পক্ষ থেকে ২ শতাংশ ভর্তুকি দেওয়া হয়। অর্থাৎ এই প্রকল্পে ঋণ নিতে হলে কৃষকদের মাত্র ৭ শতাংশ হারে সুদ দিতে হবে। মৎস্যজীবী এবং পশুপালকদের পাশাপাশি যারা অন্যের জমিতে চাষ বাস করেন তারাও চাইলে এই ঋণ নিতে পারবেন। এই প্রকল্পের আওতায় আসতে হলে কৃষকদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৭৫ বছর পর্যন্ত হতে হবে।