সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আম্বানি পরিবারের সকলেই দুটি রাশির জাতক-জাতিকা! জেনে নিন বি’শ’দে

ভারত তথা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় মুকেশ আম্বানির নাম জ্বলজ্বল করে। এ দেশের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। তিনি বর্তমানে এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি। প্রথম স্থানে আছেন গৌতম আদানি।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে ১১ তম স্থানে রয়েছেন ভারতের এই বিত্তবান পুরুষ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কর্নধার হলেন মুকেশ আম্বানি। ২০২২-এর এপ্রিল মাসের হিসেবে তাঁর মোট সম্পত্তির মূল্য ১০১.৮ বিলিয়ন মার্কিন ডলার।

মুম্বইয়ে আম্বানিদের বিশাল বাসভবনের নাম অ্যান্টিলা। ২৭ তলা এই অট্টালিকাটি গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম ব্যক্তিগত বাসভবন। এই বাড়িতে রয়েছে তিনটি হেলিপ্যাড, ১৬৮টি গাড়ি রাখার মতো বিশাল গ্যারাজ, ৫০ আসনের থিয়েটার, স্পা, হেলথ সেন্টার, মন্দির এবং আরও অনেক কিছু।

আরো পড়ুন: রাজ্য বিজেপির দা’য়ি’ত্ব এবার কাদের হা’তে? কি সি’দ্ধা’ন্ত নিলেন অমিত শাহ?

শুধু তাই নয়, এই অট্টালিকা এমন ভাবে বানানো যে ৮ ম্যাগ্নিচিউডের ভূমিকম্পও আকাশচুম্বী এই অট্টালিকার কিচ্ছু করতে পারবে না। জানেন কি আম্বানি পরিবারের কতজন সদস্য আছেন? এই পরিবারের পাঁচ সদস্য – মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী নীতা আম্বানি, দুই ছেলে আকাশ ও অনন্ত আম্বানি এবং তাঁদের একমাত্র মেয়ে ইশা আম্বানি।

তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই পাঁচ জনই মাত্র দুই রাশির জাতক। এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি মুকেশ আম্বানির জন্মদিন হল ১৯ এপ্রিল। সেই হিসেবে তিনি মেষ রাশির জাতক, তাঁর স্ত্রী নীতা আম্বানির জন্মদিন হল ১ নভেম্বর।

সেই হিসেবে তিনি বৃশ্চিক রাশির জাতক। বড় ছেলে আকাশ আম্বানির জন্ম ২৩ অক্টোবরে, তাই তিনি তাঁর মায়ের মতো বৃশ্চিক রাশির জাতক।ছোট ছেলে অনন্ত আম্বানির জন্মদিন ১০ এপ্রিল হওয়ায় তাঁর রাশি তাঁর বাবা মতো মেষ। আর মেয়ে ইশা আম্বানির জন্ম ২৩ অক্টোবর হওয়ায় তাঁর রাশিও বৃশ্চিক।

তবে রাশিফল যাই হোক না কেন, চাইলেই কিন্তু যে কারোর পক্ষে মুকেশ আম্বানি হয়ে ওঠা সম্ভব হয় না। কারণ আম্বানি পরিবারের অর্থভাগ্য তাঁদের সৌভাগ্যের পাশাপাশি তাঁদের প্রচেষ্টা, উদ্যোগ ও পরিশ্রমের সঙ্গেও সম্পর্কযুক্ত।