সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভো’টের আগে বড় সি’দ্ধা’ন্ত, বেকার যুবক-যুবতীদের জন্য ন’য়া পদক্ষেপ রাজ্য সরকারের

তথ্য ও ছবি: সংবাদ প্রতিদিন

বাংলায় পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে রাজনৈতিক দলগুলি ততই সাধারণ নাগরিকদের নিজদের প্রতি আকৃষ্ট করতে,নতুন নতুন উদ্যোগ নিচ্ছে।জোর কদমে চলছে ভোটের ময়দানে নিজেদের মজবুত করার প্রস্তুতি।

সম্প্রতি রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা চালু করেছে। এর মাধ্যমে ১৮ থেকে ৪৫ বছর বয়সি যে কোন বেকার ছেলেমেয়েরা কোনও জামিনদার ছাড়াই ব্যাঙ্ক থেকে সর্বাধিক ৫ লক্ষ টাকা লোন নিতে পারবে।

এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা দেখা হবে না সোমবারই,বেকারদের ঋণ দেওয়ায় উদ্দেশে রাজ্য সরকার ও সিজিটিএমএসই একটি চুক্তি পত্র স্বাক্ষর করেছে।

আরো খবর: ২৪-এ তিনশো-র বেশি আসন নিয়ে ফের ক্ষ’ম’তা’য় আসবে বিজেপি! টা’র্গে’ট সেট করলেন শাহ

এখন থেকে ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফ্যান্ড ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপেনার্স (সিজিটিএমএসই)- এই প্রকল্পে বেকারদের ঋণের ক্ষেত্রে জামিনদারের ভূমিকা পালন করবে, অর্থাৎ যদি ঋণ নেওয়া ব্যাক্তি ঋণ শোধ করতে না পারে তাহলে সিজিটিএমএসই সেই ঋণ শোধ করবে।ফলে, এখন থেকে ব্যাংক থেকে লোন বা ঋণ পেতে কোন রকম অসুবিধা হবে না।