সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

IT সেক্টরে বড়সড় দু’র্নী’তি, একের পর এক চাকরি যা’চ্ছে!

এবার আইটি সেক্টরে বড়সড় দুর্নীতির পর্দাফাঁস করল Accenture India। মূলত কর্মীদের একাংশের অভিজ্ঞতা সংক্রান্ত যে নথি জমা দেওয়া হয়েছিল তার অধিকাংশই জাল বলে কোম্পানির তরফে দাবি করা হচ্ছে।

এদিকে বিশ্বমানের আইনি ফার্মের দাবি,চাকরি পাওয়ার জন্য ভুয়ো ফার্মের নামে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট জমা দেওয়া হয়েছিল। তবে কোম্পানির ভারতীয় শাখার ঠিক কত কর্মী ওই কাণ্ডে যুক্ত তা এখনও পরিষ্কার নয়।

ইতিমধ্যেই, টুইটারে এনিয়ে শোরগোল পড়েছে। অন্তত হাজারখানেক কর্মী এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, প্রচুর কর্মীকে এনিয়ে বরখাস্ত করা হচ্ছে।

আরো পড়ুন: গাড়ির বা’জা’রে নয়া বি’প্ল’ব, মাত্র ৫ লাখ টাকায় ইলেক্ট্রিক গাড়ি ল’ঞ্চ হ’চ্ছে ভারতে, আজই বু’ক করুন

তবে এর জেরে ফার্মের কাজে বড় কোনও প্রভাব পড়বে না। এমনটাই দাবি করা হয়েছে সংশ্লিষ্ট আইটি কোম্পানির তরফে।