সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোবরাকে ঘি’রে ফে’ল’লো বেজির গো’টা পরিবার, ভিডিও জ’ম্পে’শ ভাইরাল

একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে। যাতে দেখা যায় বেজির মতো দেখতে অনেক প্রাণী একসঙ্গে একটি রাজগোখরো সাপকে ঘিরে রেখেছে। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন যে মীরকাট যাকে আফ্রিকান বেজিও বলা চলে, সেগুলো তাদের এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে।

সেখানে একটি শঙ্খচূড় সাপকে যেটি আরাম করে বসে আছে। সেই সময় বেজিগুলির চোখ পড়ে বিপজ্জনক সাপটির দিকে। তাদের কাছে আসতে দেখেই সাপটি আক্রমণাত্মক হয়ে ওঠে।

কিছুক্ষণ পর তারা সাপটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। এই ভিডিওতে আরও দেখা যায়, চারদিক থেকে শত্রুদের দ্বারা বেষ্টিত থাকার পরেও সাপটির মধ্যে নেই হাল ছেড়ে দেওয়ার অভিপ্রায়।

সে নিজের মতো করে আত্মরক্ষার জন্য লড়াই করতে থাকে। তাদের লড়াইয়ের ভিডিওটি ন্যাশনাল জিওগ্রাফিকের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এটি এখন পর্যন্ত ৯৬ লাখের বেশি বার দেখা হয়েছে।

আর বেজির মতো দেখতে যে প্রাণীগুলিকে দেখা যাচ্ছে ভিডিওতে তাদের বলা হয় মীরকাট এবং তারা আফ্রিকায় পাওয়া যায়।