সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় হ’চ্ছে নতুন শহর, হবে প্রচুর চাকরি: মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিঙে ম্যাল চৌরাস্তার অনুষ্ঠানে পাহাড়ের মানুষের জন্য একগুচ্ছ সুখবর দিলেন। তিনি ঘোষণা করলেন, আগামীদিনে শিল্প থেকে শিক্ষা, সবক্ষেত্রেই প্রচুর উন্নয়ন হতে চলেছে রাজ্য সরকারের হাত ধরে।

শপথ অনুষ্ঠানকে ঘিরে সেজে উঠেছে পাহাড়। এদিন মুখ্যমন্ত্রীর দাবি, গত ১০ বছরে আমরা জিটিএকে ৭ হাজার কোটি টাকা দিয়েছি, পাহাড়ে শান্তি থাকলে অর্থনৈতিক উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, পাহাড়ে যাঁরা ফুটপাথে ব্যবসা করেন, তাঁদের দোকান তৈরি করতে সাহায্য করবে সরকার। দার্জিলিঙে নতুন শহর, ইন্ডাস্ট্রিয়াল, হাব, শপিং মল, রেস্তোরাঁ তৈরি হবে।

আরো পড়ুন: প্লাস্টিকের ক্যারিবাগ নি’ষি’দ্ধ হতেই কাগজের ঠোঙার চা’হি’দা বে’শ বেড়েছে, কারিগরদের মু’খে হাসি

পাশাপাশি উন্নয়নের হাসি হাসবে কালিম্পং, কার্শিয়ঙও।শৈলশহরের অন্যতম আকর্ষণ মিরিকের জন্য ইকো ট্যুরিজম প্রকল্প তৈরি করা হবে। দার্জিলিঙে শিল্পের প্রচুর সম্ভাবনা আছে, সেগুলি বাস্তবায়িত করতে হবে জানান তিনি।

তিনি জানালেন, দার্জিলিঙের চা বাগানে হোমস্টে করার পরিকল্পনা রয়েছে। আইটি ইন্ডাস্ট্রির জন্য দার্জিলিং সবথেকে ভাল জায়গা। আপনারা শান্তি বজায় রাখলে আইটি ইন্ডাস্ট্রিকে দার্জিলিঙে আসতে অনুরোধ করব।