সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রাথমিকে শিক্ষক নি’য়ো’গ নিয়ে বেলাগাম দু’র্নী’তি, টা’কা দিলেই নাকি রঞ্জনের কাছে চাকরি পাওয়া যায়

প্রতীকী ছবি

অনেকদিন ধরেই প্রাথমিক শিক্ষক নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছিল। রঞ্জনের সম্প্রতি নাম এই প্রসঙ্গে উঠে আসে। এরপর আদালত রঞ্জন প্রসঙ্গে তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দেয় ।

সেই মতো এবার টেট দুর্নীতিতেও এফআইআর করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই প্রাথমিকে টেট দুর্নীতিতেও এবার বড় পদক্ষেপ নিল।

এদিকে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস এর আগে রঞ্জন নামে এক ব্যক্তির কথা উল্লেখ করেছিলেন।।কিন্তু তিনি রঞ্জনের আসল নাম বলতে চাননি।

আরো পড়ুন: সারেগামাপা ২০২১-র বি’জ’য়ী আলিপুরদুয়ারের নীলাঞ্জনা উচ্চ মাধ্যমিকে কেমন রেজাল্ট ক’র’লো?

পরে অনুমান করা হয় রঞ্জনের আসল নাম চন্দন। এবার সিবিআই সেই রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের নামও এফআইআরে উল্লেখ করেছে । পাশাপাশি এফআইআরে শিক্ষা দফতরের অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামও উল্লেখ করা হয়েছে।