সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজারে বি’ক্রি শু’রু হয়েছে বাংলাদেশি ইলিশের, দা’ম ক’ত জেনে নিন

অবশেষে বাংলায় এলো পদ্মার ইলিশ। বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানিতে অনুমোদন দেওয়ার পর থেকেই সকল ভোজন রসিক বাঙালি অপেক্ষায় ছিলেন ইলিশ আসার। আর সেই অপেক্ষার অবসান হলো অবশেষে।

সোমবার রাতেই ইলিশ ঢুকলো পশ্চিমবঙ্গে। আর সেটা শোনা মাত্রই বাজারে ভিড় বাড়িয়েছে মানুষ। তবে ইলিশের দাম যা রয়েছে তাতে আমজনতার পক্ষে বেশ চাপ হয়ে যাচ্ছে।

কলকাতার মানিকতলা বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির যুগ্ম সম্পাদক বাবলু দাস জানান, ভালো জাতের ইলিশের দাম রয়েছে ১৪০০-১৫০০ টাকা।

আরো পড়ুন: বুলেট ট্রেনের ভা’ড়া নিয়ে প্রথম মু’খ খুললেন রেলমন্ত্রী, কত হবে ভা’ড়া?

এই ইলিশ গুলো অন্তত এক কেজির ওপরে ওজন হবে। তবে যাঁরা একটু ছোট সাইজ এর কিনতে চান যেমন ৫০০ গ্রামের মাছের ওজন হবে ৮০০-১০০০ টাকা। ফলে খুব একটা কম দাম নেই বাজারে।