সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফাইনালের আগে ফ্রান্স শি’বি’রে হঠাৎ করেই ভা’ই’রা’স Attack! এবার কি হ’বে?

ইতিমধ্যে বিশ্বকাপ জ্বরে মেতেছে গোটা পৃথিবী। উত্তেজনায় টগবগ করে কাঁপছে ফুটবল প্রেমীরা।কি হবে কালকে তা নিয়ে এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। আগামীকাল ফাইনালে দেখা যাবে ফ্রান্স আর্জেন্টিনা দ্বৈরথ। কিন্তু তার আগেই দুঃসংবাদ। রবিবার খেলার আগে ফ্রান্সের জন্য এক বিরাট খারাপ খবর। ক্যামেল ভাইরাসের আক্রমণ ফ্রান্স শিবিরে।

আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে নামার আগে দলের পাঁচজন ফুটবলার আসতে পারলেন না অনুশীলন করতে। শুধু তারাই নয় দলের কোচ নিজেও অজানা ক্যামেল ভাইরাসে আক্রান্ত। শিবিরের বেশিরভাগ ফুটবলারের প্রচন্ড জ্বর এবং গলা ব্যথা। যা রীতিমতো চিন্তায় ফেলেছে তাদের।

আগামীকাল কিভাবে মেসিদের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করবেন তারা তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ফরাসি শিবিরের ডাক্তাররা পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেভাবেই হোক লুসাইল স্টেডিয়ামে যাতে নামতে পারেন খেলোয়াড়রা। কাতার বিশ্বকাপের ফাইনালের আগে ভাইরাল ফিভারে আক্রান্ত ফ্রান্স দল।

শুধুমাত্র খেলোয়াড়রাই নয় দর্শক এমনকি অনেক সাংবাদিকরাও আক্রান্ত হয়েছেন এই ফিভারে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা লুসাইল স্টেডিয়াম জুড়ে। দোহাতেই পা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকের এই জ্বর এসেছিল। ব্রাজিল স্টেডিয়ামে পা রাখার পরেই নেইমারের জ্বর আসে।

প্রচন্ড মাথা যন্ত্রণা। এদিকে ফ্রান্সে এমন সময় চিন্তায় পড়ে গিয়েছেন সমর্থকরা। যদিও ফ্রান্সের কোচ জানিয়েছেন, চিন্তা করার কোন কারণ নেই এই জ্বর খুব একটা কাবু করতে পারবে না আমাদের।

আরো খবর: ৫ মূলা’ঙ্কে’র জাতকদের ২০২৩ সালে মি’ল’বে নজরকাড়া সা’ফ’ল্য!

প্রসঙ্গত ফ্রান্সের উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। সেমিফাইনালে মরক্কের বিরুদ্ধে খেলতে পারলেন না ফ্রান্সের উপামেকোনা রেভিওট। কোচ জ্বর থাকা অবস্থায় অনেকটাই চেষ্টা করেছেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে আবার ভারানে ও কন্দে দুজনেই আক্রান্ত। যা আরো কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ফ্রান্স শিবিরে। আগামীকাল কি হবে তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ফরাসি সমর্থকরা।