সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশে কি ফি’র’ছে Battleground Mobile India? কি বলছে সংস্থা?

কয়েকবছর আগেই পাবজি প্রেমীদের কিঃ যে মারাত্বক pubg খেলার নেশায় পেয়েছিল তা হয়তো আমরা প্রত্যেকেই জানি। খাওয়া দাওয়া ছেড়ে বাড়ির প্রায় একজন করে সকলের বাড়িতেই আছে যারা সারাদিন ওই খেলার মধ্যেই ডুবে রয়েছে। কিন্তু এই পাবজী গেম নিষিদ্ধ করে দেওয়ার পরেই যে গেম নিয়ে মেতেছিল ভারত তা হলো বিজিএমআই গেম।

কিন্তু এটি লঞ্চ হওয়ার খুব অল্প দিনের মধ্যেই এই গেম প্রিয় মানুষগুলোর জন্য নেমে এসেছিল দুঃসংবাদ যখন চলতি বছরের জুলাই মাসেই ভারত থেকে ডেটা চুরি করে চিনা সার্ভারে পাঠানোর অভিযোগে BGMI গেম নিষিদ্ধ করেছিল কেন্দ্র। কিন্তু মাত্র তিন মাসেই আবার ফিরে আসতে চলেছে বিজিএমআই গেম ক্রফটন সংস্থা মারফত জানা যাচ্ছে।

আর এই নিয়ে এক বিবৃতিতে চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে আয়ের খতিয়ান পেশ করেছেন সংস্থাটি। একই সঙ্গে Krafton – এর তরফে জানানো হয়েছে BGMI ভারতে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে। এই ঘোষণার পর থেকেই ভারতে BGMI প্রেমীরা নড়েচড়ে বসেছেন। কারণ এর মধ্যেই লিও মেসি, নেইমারদের সঙ্গে নিয়ে ফুটবল বিশ্বকাপ নিইয়ে মাতামাতি শুরু হয়েছে সেই গেমে। যা খুবই ইন্টারে্টিং করে তুলেছে এই গেমকে।

আরো পড়ুন: ফের কি বাবা হ’তে চাইছেন গোবিন্দ? স্ত্রী সুনিতার কথায় বা’ড়’লো জ’ল্প’না

আর বিজিএমআই এর এই ফিরে আসার খবর এখন ইউটিউবে বিশাল ভাবে ছড়িয়ে পড়েছে। জনপ্রিয় ইউটিউবার গৌরব চৌধুরী নিজের টেকনিকাল গুরুজি চ্যানেলে জানিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে ভারতে ফিরছে এই ব্যাটল রয়্যাল গেম।

একই সঙ্গে গেমিং দুনিয়ার কিছু জনপ্রিয় চ্যানেলে জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যে না এলে 2023 সালের মার্চের মধ্যে ফিরবে এই গেম। আর তারপরেই krafton থেকে এরকম ইঙ্গিত বিজিএমই গেমের জন্য গেম প্রেমীদের জন্য আবারও আনন্দের কারণ হয়ে দঁড়িয়েছে।