সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চলতি মা’সে আগামী ৫ দিন এইসব জায়গায় ব্যাংক ব’ন্ধ থাকবে, রইলো ছুটির তা’লি’কা

দেশের বিভিন্ন শহরে ব্যাঙ্ক নভেম্বর মাসের শুরুতে দীপাবলি, ভাইদুজ ও ছট-সহ অন্যান্য উৎসব ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে প্রায় ১১ দিন বন্ধ ছিল ৷ ১৫ নভেম্বর সোমবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ তবে উৎসবের মরশুম প্রায় শেষ হয়ে আসায় ব্যাঙ্কের আর বেশি ছুটি থাকবে না ৷ আপনার ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে অবশ্যই ছুটির লিস্ট থেকে সেগুলো মিটিয়ে ফেলুন ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রতি মাসের ব্যাঙ্কের ছুটির লিস্ট জারি করা হয় ৷ আলাদা আলাদা রাজ্যে ব্যাঙ্ক কর্মীদের আলাদা ছুটি থাকে ৷

জানুন নভেম্বর মাসের ছুটির লিস্ট: –

১৯ নভেম্বর- গুরু নানক জয়ন্তী/কার্তিক পূর্ণিমার জেরে আইজল, বেলাপুর, ভোপাল, চন্ডীগড়, দেরাদুন, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, দিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২১ নভেম্বর- রবিবার হওয়ার কারনে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২২ নভেম্বর- কনকদাস জয়ন্তীর কারনে বেঙ্গালুরুতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২৩ নভেম্বর- শিলঙে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২৪ নভেম্বর- রবিবার হওয়ার কারনে বন্ধ থাকবে সব ব্যাঙ্ক।

অনলাইনেই ব্যাঙ্কের বেশির ভাগ কাজ হয়ে থাকে ৷ কিন্তু তা সত্ত্বেও চেক ক্লিয়ারেন্স বা কেওয়াইসি-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যাঙ্কে যাওয়ার দরকার পড়তে হবে। কেওয়াইসি আপডেটের মতো কাজে সমস্যা হতে পারে ব্যাঙ্কের ছুটি থাকায় ৷