সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক্লাসে পড়ুয়াদের উপস্থিতি খুবই ক’ম, পড়াতে না পারায় বেতনের ২৩ লক্ষ টা’কা ফেরত দি’তে চলেছেন শিক্ষক

মারন করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়েছিল স্কুল, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় তিন বছর ধরে ছাত্র-ছাত্রীদের না পড়িয়েই শিক্ষকরা মাসের পর মাস বেতন পেয়েছেন, করোনাকালে শিক্ষকদের নিয়ে এমন ভূরি ভূরি অভিযোগ উঠেছে।

শিক্ষকদের দিকে যখন অভিযোগের আঙুল উঠছে, ঠিক সেই সময়ই বিহারের মুজফফরপুরের নীতীশ্বর কলেজের সহকারী অধ্যাপক লালন কুমার ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করলেন।

অন্য শিক্ষকদের মতো তিনিও এই অতিমারির সময়ে না পড়িয়ে মাসের পর মাস বেতন নিয়ে গিয়েছেন। কিন্তু কোথাও যেন একটা বিবেকের দংশন হয়েছিল সহকারী অধ্যাপক লালনের।

কলেজের সহকারী অধ্যাপক লালন কুমার আর সেই বিবেকের দংশনেই ২ বছর ৯ মাসের বেতন কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন।

এই সময়ে তিনি মোট বেতন পেয়েছিলেন ২৩ লক্ষ ৮২ হাজার টাকা। সেই টাকাটাই রেজিস্ট্রারের হাতে তুলে দিয়েছেন লালন। এই মহানুভবতার পরিচয়ের জন্য তিনি সকলের প্রশংসা কুড়োচ্ছেন।