সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩০০ ফুট গ’ভী’র গ’র্তে পরে যাওয়া দেড় বছরের শিশুকে উ’দ্ধা’র করে নিয়ে আ’স’লো জওয়ানরা

অসাবধানতাবশত গভীর গর্তে পড়ে গিয়ে শিশুমৃত্যুর ঘটনা ভারতবর্ষে এর আগে বহুবার ঘটেছে। আবার বহু শিশুকে উদ্ধার করেছে ভারতীয় সেনা।

সম্প্রতি গুজরাটের দুধাপুর গ্রামে 300 ফুট গভীর বোরওয়েল থেকে একটি শিশুকে উদ্ধার করে আনলেন এক সেনা জওয়ান। 18 মাসের শিশুটি গভীর গর্তের মধ্যে পড়ে গিয়েছিল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।

এলাকার মানুষজন শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এরপর মিলিটারি স্টেশনে খবর দেওয়া হয়। ক্যাপ্টেন সৌরভ নামের এক জওয়ান শিশুটিকে উদ্ধার করে।

আরো পড়ুন: রো’জ মন দিয়ে পালন করুন এই ৫ অব্য’র্থ টো’ট’কা, মু’ক্তি মিলবে সবরকম ঝামেলা থে’কে

খবর পাওয়ার 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় মিলিটারিরা। সেফটি হারনেস, ম্যানিলা রোপ, সার্চলাইট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল গোটা দলটি। গোটা বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে ভিডিও মারফত তুলে ধরা হয়েছে।

সম্পূর্ণ উদ্ধার কাজ সম্পন্ন করতে 8 ঘন্টা সময় লেগেছিল। কিছুদিন আগে এ কিভাবে একটি শিশু গর্তে পড়ে যায়। তাকে উদ্ধার করা সম্ভব হলেও চিকিৎসা করানোর সময় তার মৃত্যু হয়। তবে শিবম নামের এই শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে বলে জানা গিয়েছে।