সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাঝপথে বাস বি’গ’ড়ে যাওয়ায় রা’গে’র চো’টে চাকা খু’লে নিয়ে চলে গেল যাত্রীরা

জলপাইগুড়ির মোহিত নগর এলাকায় খারাপ হয়ে গেল শিলিগুড়ি থেকে গুয়াহাটিগামী বাস। মালিকের কাছে আকুতি মিনতি করে মিলল না বিকল্প কোনও বাস। আর তাতেই ক্ষুব্ধ হয়ে বাসের চাকা খুলে নিলেন পরিযায়ী শ্রমিকরা।বাসটি ৫০ জন যাত্রী নিয়ে শিলিগুড়ি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, তারা কাজের জন্য অসমে যাচ্ছিলেন। নির্দিষ্ট সময়ের চেয়ে দেড় ঘন্টা দেরিতে ছাড়ে বাসটি। দেরি হওয়ার কারণে এদিন ক্ষুব্ধ হন বাসের যাত্রীরা।

তবে, দেরি হলেও বাসটি ছেড়ে দেওয়ার পর অবশ্য যাত্রীদের ক্ষোভ মিটে যায়। কিন্তু বিপত্তি ঘটে জলপাইগুড়িতে যাওয়ার পর। জলপাইগুড়ির মোহিতনগর এলাকায় পৌঁছানোর পরেই বাসের ক্লাচপ্লেট জ্বলে যায়। কিন্তু, এলাকাটি জনমানব শূন্য হাওয়ায় সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বাসটি। কোনও সাহায্য না পেয়ে শেষে বাস যাত্রীরা বাসটিকে ঠেলে গোশালা মোড়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। শেষে মোহিত নগর থেকে তিন কিলোমিটার রাস্তা বাসটিকে ঠেলতে ঠেলতে গোশালা মোড়ে নিয়ে যান যাত্রীরা।

সেখানে গিয়েও বাসটিকে ঠিক করা সম্ভব হয়নি। ফলে যাত্রীরা ফোনে মালিকের সঙ্গে যোগাযোগ করে বিকল্প বাস পাঠানোর অনুরোধ জানান। বাস মালিক অবশ্য বিকল্প বাস পাঠানো হবে বলে যাত্রীদের জানিয়েছিলেন। কিন্তু দু ঘন্টা কেটে যাওয়ার পরেও বিকল্প বাস না আসায় যাত্রীরা আবার মালিককে ফোন করেন। কিন্তু এরপরে মালিকের মোবাইল ফোন বন্ধ দেখে ক্ষুব্ধ হয়ে যান যাত্রীরা।