সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ত্রাণের ৭৬ লক্ষ টা’কা নিয়ে চ’ম্প’ট দিলেন তৃণমূল প্রধান, হুলিয়া জা’রি করলো পুলিশ

এানের টাকা আত্মসাৎ করার জন্য এবার হুলিয়া জারি হল হরিশ্চন্দ্রপুরের তৃণমূল পঞ্চায়েত প্রধান সোনামণি সাহার বিরুদ্ধে। থানায় এই তৃণমূল প্রধানের বিরুদ্ধে এফআইআর জমা হলে দুমাস ধরে পুলিশ তাকে খোঁজার চেষ্টা করে থাকলেও কোনো রকম হদিস মেলেনি তার। মালদহ এবং মুর্শিদাবাদের বন্যার এানের ক্ষেত্রে যে দুর্নীতি চলেছে সেই তদন্তের দায়িত্ব দিল হাইকোর্ট সিএজি এর উপর। সোমবার সোনামণি সাহার বাড়িতে পুলিশের তরফ থেকে নোটিশ পাঠানো হয়। সোনামনির সাহার বিরুদ্ধে অভিযোগ এসেছে ২০১৭ সালে মালদহের হরিশ্চন্দ্রপুর এক ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যার ফলে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই জন্য সরকারের তরফ থেকে ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য ত্রাণ এর ঘোষণা করা হয়েছিল।

বন্যার ফলে যাদের আংশিক ক্ষতি হয়েছিল তাদের জন্য সরকারের পক্ষ থেকে ৩,৩০০ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা ঘোষণা হয়েছিল এবং যারা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ৭০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সরকারের তরফ থেকে। ত্রাণের টাকা সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়নি সেই অভিযোগে এবার উঠলো। বহু মানুষের অভিযোগ এখনো পর্যন্ত সরকারি অনুদান না পাওয়ার জন্য তাদের ঘরবাড়ি ও তারা ঠিক করতে পারেনি।

অভিযোগ এসেছে সেই গ্রামের পঞ্চায়েত প্রধান তার আত্মীয়দের ব্যাংকে এানের টাকা ঢুকিয়েছেন। অভিযোগ এসেছে যে তার আত্মীয়দের ব্যাংকে পাঁচ থেকে ছবার প্রায় টাকা পাঠানো হয়েছে। এই ঘটনার মূল অভিযুক্ত সোনামণি সাহার বিরুদ্ধে বিডিও অনির্বাণ বসু থানায় এফআইআর দায়ের করেন।

থানার তরফ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হলে তিনি দ্বারস্থ হন আদালতের। তবে বর্তমানে সোনামনি সাহাকে খুঁজে না পাওয়ার জন্য এবার পুলিশের তরফ থেকে জারি করা হলো হুলিয়া। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক মাসের মধ্যে যদি সোনামনি সাহা আত্মসমর্পণ না করেন তবে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হবে। ইতিমধ্যেই সোনামণি সাহার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে অজস্র পুলিশ।