সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘোড়ায় করে বর বি’য়ে করতে আসতেই বি’য়ে’বা’ড়িতে হা’ম’লা ২০ জনের! ব্যাপারটা কি?

উচ্চবিত্ত নিম্নবিত্ত বর্ণভেদ আজও এই শতাব্দীতে জ্বলন্ত নিদর্শন রেখে যায়। বর্ণভেদ এই অত্যাধুনিক প্রজন্মও উপেক্ষা করতে পারে না। মধ্যপ্রদেশের সাগর জেলায় সম্প্রতি শ্রেণীবৈষম্যের একটি চিত্র ফুটে উঠল। সেখানে তপশিলি জাতি ভুক্ত ব্যক্তি বিয়ের দিন ঘোড়ায় চড়েই উচ্চবিত্তের রোষানলে পড়ে গেলেন। যার ফলে বিয়েবাড়িতে কুড়ি জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ।

নিম্ন বর্ণের বর ঘোড়ায় চড়েছেন, উচ্চবিত্তের চোখে বিঁধেছে। তাই উচ্চবিত্তের কয়েকজন ব্যক্তি এদিন বিয়েবাড়িতে হামলা চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কুড়ি জনকে গ্রেপ্তার করেছে। ওই কুড়ি জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। উল্লেখ্য এই বিয়েতে আগে থেকেই পুলিশি নিরাপত্তা নিয়ে রেখেছিল পরিবার। বিয়ের আগে হবু বরকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

এলাকার উচ্চবিত্তের কিছু পরিবার তপশিলি জাতি ভুক্ত বরের ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসা নিয়ে আপত্তি জানাতে শুরু করে। তারপর পুলিশের দ্বারস্থ হয় বরের পরিবার। বিয়ের রাতে এলাকার উচ্চবিত্তের প্রতিনিধি হিসেবে পরিচিত ধর্মেন্দ্র লোধি নামের এক ব্যক্তি 19 জনকে সঙ্গে নিয়ে দিলীপের বাড়িতে হামলা চালায়। মূল অভিযুক্ত এবং তার সঙ্গীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধৃতরা বরের পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে। সঙ্গে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর ওই পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়। পুলিশ এসে ভারতীয় দন্ডবিধির 144 ধারা এবং এসসিএসটি অ্যাক্ট অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছে।