সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফেব্রুয়ারি পড়তেই হু হু করে চ’ড়’ছে পারদ, কলকাতার জন্য কি অ’পে’ক্ষা করছে?

শীতের তৃতীয় ইনিংসও এবার প্রায় শেষের দিকে চলে এসেছে। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। সকাল থেকেই রাজ্যজুড়ে কুয়াশার চাদর, এদিকে উত্তরবঙ্গে চলছে আবার বৃষ্টি।

রাজ্যজুড়ে আবহাওয়ার একেবারে খামখেয়ালিপনা, সেই সূত্র ধরেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার এমন ওঠানামা চলবে। তবে ১২ ফেব্রুয়ারি থেকেই রাজ্য থেকে বিদায় নেবে শীত।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়া এবং মুর্শিদাবাদ হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।

আরো খবর: প্রায় ৮০ শতাংশ ট্রেনই ব’ন্ধ, বর্ধমান যেতে কোন কোন ট্রেন ভ’র’সা?

গতকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। যার কারণে তাপমাত্রার হেরফের দেখা গিয়েছে। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার দাপট বজায় থাকবে । রাতের দিকে ও ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার দাপট কমবে।

তবে আগামী কয়েকদিন তাপমাত্রার ওঠানামা চলতেই থাকবে যার কারণে , বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা স্থিতিশীল থাকবে। শনিবার এবং রবিবার আবারও বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা নিচের দিকে নামবে, কিন্তু তারপর থেকেই শীতের দাপট কমতে থাকবে রাজ্যে।