সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অত্যাধুনিক চো’র, ৫৮ ফুট ল’ম্বা ব্রিজ গা’য়ে’ব করে দি’লো চোরেরা, হ’ত’বা’ক পুলিশরা

আস্ত একখানা সেতু রীতিমতো হাফিজ করে দিল চোরেরা। প্রায় 58 ফুট লম্বা সেতুটিকে চোরেরা কিভাবে চুরি করতে পারলো তা ভেবে হতবাক স্থানীয় প্রশাসন। এমন দুর্ধর্ষ চুরির পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ চুরির এমন একটি ঘটনা গোটা বিশ্বে রীতিমতো বিরলতম ঘটনা। সকলের নজর এড়িয়ে এত বড় একটি সেতু কিভাবে গায়েব হয়ে গেল তা ভেবে পাচ্ছেন না পুলিশ কর্তৃপক্ষ।

ওহিও নদীর উপরে সাধারণ যাতায়াতের সুবিধার জন্য একটি সেতু বসানো হয়েছিল। পরবর্তীকালে ঠিক করা হয়েছিল এই লম্বা সেতুটিকে অন্য কাজে লাগানো হবে। যার ফলে সেতুটিকে খুলে নিয়ে পাশের একটি জমিতে ফেলে রাখা হয়। দীর্ঘদিন সেতুটি এভাবেই পড়েছিল। যার ফলে চোরেদের নজর চলে যায় সেতুটির উপরে। সেতুটিকে যেখানে রাখা হয়েছিল তার চারপাশে বুনো ঝোপঝাড় জন্মে গিয়েছিল।

চোরেরা প্রথমে সেই বুনো ঝোপ ঝাড় পরিষ্কার করে। তারপর ধাপে ধাপে ব্রিজের অংশবিশেষ চুরি করতে থাকে তারা। এর জন্য তাদের রীতিমতো পরিশ্রম করতে হয়েছে। তবে ব্রিজটিকে টুকরো টুকরো করে শেষমেষ ভ্যানিশ করে ফেলেছে তারা। মাসখানেক আগে এই ব্রিজ চুরি হয়ে গিয়েছে।

পুলিশ কর্তারা ঘটনার পরিপ্রেক্ষিতে অবাক হয়েছেন। ব্রিজটিকে চুরি করার উদ্দেশ্য এবং এত বড় একটি ব্রিজ চুরি করে নিয়ে গিয়ে তারা ঠিক কোথায় লুকিয়ে রেখেছে তা ভেবে পাচ্ছেন না তারা। এই মামলার তদন্তে স্থানীয়দের সাহায্য চেয়েছে পুলিশ কর্তারা।