সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেলে ঢুকেই কান্নাকাটি অর্পিতার, প্রথম রাত কেমন কা’ট’লো পার্থর বান্ধবীর?

ব্যাঙ্কশাল আদালতের নির্দেশ অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে আর অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় আলিপুর মহিলা সংশোধনাগারের ২নম্বর ঘরে।

এস এস সি কাণ্ডের জন্য তাঁকে জেল হেফাজতে রাখা হয়। সূত্রের খবর, যে বন্দীরা ভালো ব্যাবহার করতো, সেকেন্ড ইন কমান্ড দেবযানী মুখোপাধ্যায়ের কাছে বিউটিশিয়ান বা টেইলারিং এর কাজ শিক্ষা নিত তাদেরকে জেলের একটি বিশেষ ঘরে রাখা হতো, জানা যায় অর্পিতা মুখোপাধ্যায়কে সেখানেই রাখা হয়েছে।

জেল থেকে এক বিশেষ সূত্রে এও জানা গেছে যে, আলিপুর জেলে এসে কিছুক্ষণ অর্পিতাকে হাউমাউ করে কাঁদতে দেখা গিয়েছে। রাতের খাবার অব্দি খায়নি সে। অবশ্য সকালে দেওয়া চা বিস্কুট সে খায় বলে জানা যায়। অন্যদিকে, এস এস সি দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে রাখার নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত।

আরো পড়ুন: লোকাল ট্রেনে ষাঁড় উঠিয়ে দিয়ে বে’পা’ত্তা একদল যাত্রী! কিন্তু এরপর যা হ’লো, রইলো ভিডিও

প্রাক্তন মহাসচিব আসছে বলে প্রেসিডেন্সি জেলেও বিশেষ আয়োজন থাকে। বিভিন্ন জায়গা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয়। তিনি পৌঁছনোর পর প্রথমে হাসপাতালের ৫নম্বর ওয়ার্ড এ নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে রাতের দিকে ২নম্বর ওয়ার্ডের ২২নম্বর কেবিনে তাকে রাখা হয়। পার্থ চট্টোপাধ্যায় জল খেতে চেয়ে মিনারেল ওয়াটার চেয়েছিলেন, তার আবদারও রাখা হয়।