সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাশ্মীরে সেনার ত’ল্লা’শি অভিযান, এনকাউন্টারে খ’ত’ম ৩ জ’ঙ্গি

আমাদের অজান্তেই ভারতীয় সেনাবাহিনীর আর চুপিসারে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছে। সীমান্তের যেকোনো ধরনের সমস্যা সন্ত্রাস হামলা সবকিছুই চুপিসারে সামলে নিচ্ছে তারা। গত বৃহস্পতিবার রাতে মধ্য কাশ্মীরে বডগাম জেলার চাদুরা এলাকায় দারুণ সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের মাধ্যমে তারা খবর পেয়ে, সেই এলাকায় একটি অভিযান চালায় আর সেখানেই তারা তিনজন সন্ত্রাসীকে খুঁজে বের করে নিকেশ করে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী, এখনো আরো কোনো সন্ত্রাসী সেই এলাকায় লুকিয়ে আছে কিনা তার খোঁজখবর চালাচ্ছে সকলে।

জাতীয় সংবাদ মাধ্যম এ এন আই এর তরফ থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়, আর সেই গোলাগুলিতে তিনজন সন্ত্রাসবাদি খতম হয়। সূত্রের মাধ্যমে সেই এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের খবর পায় ভারতীয় সেনাবাহিনী, আর ঠিক তার পরেই চালায় অভিযান।

প্রথমে এলাকাটি ঘিরে ফেলে সেনাবাহিনী, ঠিক তারপরেই চালায় অভিযান।সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে জানতে পেরে সন্ত্রাসবাদীরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে তাদের ওপর। কিন্তু সেনাবাহিনীরা এই পরিস্থিতির আন্দাজ আগের থেকেই করতে পারে, তাই কোনভাবেই হকচকিয়ে না গিয়ে এর যোগ্য জবাব দেয় তারা।আর্থিক তারপর এই তিনজন সন্ত্রাসবাদীকে খতম করা সম্ভব হয়। ইতিমধ্যেই কাশ্মীরের আইপিজি জানিয়েছেন, তিনজন সন্ত্রাসবাদীকে খতম করা সম্ভব হয়েছে, এখনো সেনাবাহিনীরা তল্লাশি চালাচ্ছে পুরো এলাকায়। জইশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত এই তিনজন, এদের মধ্যে একজনকে ওয়াসিম বলে সনাক্ত করেছে কাশ্মীর পুলিশ। চারদিক খুঁজে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে, বিশেষ করে একে- ফিফটি সিক্স রাইফেল সহ আরো অপরাধমূলক সামগ্রী উদ্ধার হয়েছে।