সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তাওয়াংয়ে তুষারঝড়ে নি’খোঁ’জ জওয়ানদের এখনো খুঁ’জে পে’লো না সেনার হেলিকপ্টার

অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে তুষারঝড়ের কবলে পড়ে সাতজন ভারতীয় সেনা নিখোঁজ হয়েছে,২দিন হল। ঘটনাটি ঘটেছে গত রবিবার, কামেং সেক্টরে তারা টহলদারি চালাচ্ছিল আর সেখানেই তুষারঝড়ের কবলে পরে তারা। ইতিমধ্যেই ভারতীয় সেনা তাদের বিশেষ প্রশিক্ষিত হেলিকপ্টারের দ্বারা খোঁজ চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই খোঁজ মিলছে না সেই সাতজন জওয়ানের।

অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে তুষারঝড়ের কবলে পড়ে সাতজন ভারতীয় সেনা নিখোঁজ হয়েছে,২দিন হল। ঘটনাটি ঘটেছে গত রবিবার, কামেং সেক্টরে তারা টহলদারি চালাচ্ছিল আর সেখানেই তুষারঝড়ের কবলে পরে তারা। ইতিমধ্যেই ভারতীয় সেনা তাদের বিশেষ প্রশিক্ষিত হেলিকপ্টারের দ্বারা খোঁজ চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই খোঁজ মিলছে না সেই সাতজন জওয়ানের।

ঘটনাটি রবিবার ঘটেছে, আর ঠিক তার পর থেকেই সোমবার তল্লাশি শুরু হয়। প্রশিক্ষণপ্রাপ্ত একটি দলকে পাঠানো হয় তাদের উদ্ধার করার জন্য, কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের।কামেং সেক্টরের প্রবল তুষার ঝড়ে হয়তো আটকে পড়েছে তারা, আপাতত এটাই অনুমান করা হয়েছে।

এই বিষয় নিয়ে সেনাবাহিনী তরফ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন থেকেই অরুণাচল প্রদেশের পার্বত্য এলাকার আবহাওয়া অনেকটাই খারাপের দিকে ছিল। বিশেষ করে তুষারপাতের কারণে রাস্তাঘাট বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল। তাই সেই সব সীমান্তে কর্তব্যরত সেনাবাহিনীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

আরো পড়ুন: পরলোক গমন করলেন মহাভারতের ভীম, শো’কে’র ছা’য়া সিনে জগতে

এমনিতেই লক্ষ্য করলে দেখা যাবে তুষারপাত তুষারঝড় আরো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয় সেনা জাওয়ানদের। একেবারে সেই পরিস্থিতির মধ্যে থেকে একেবারে জমে কাঠ হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু এই ধরনের তুষারপাত এর আগেও প্রাণ কেড়ে নিয়েছে অনেক জাওয়ানদের।

২০২০ সালেও এমন তুষারঝড়ে আটকে 2 জন সেনাবাহিনী নিখোঁজ হয়েছিল, পরে অবশ্য তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এখানেই শেষ নয়, উত্তরাখণ্ড ত্রিশূলে পার্বত্য অভিযানে দিয়ে তার জন্য সেনাবাহিনী নিখোঁজ হয়ে যায়, পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এবারও নিখোঁজ 7 জন সেনা জওয়ান, এই মুহূর্তে তাদের যে কোনো ভাবেই উদ্ধার করা নিয়ে চিন্তিত ভারতীয় সেনা।