সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইমার্শন রড দিয়ে কি গরম জল করছেন? এসব না মানলেই হবে বি’প’দ

ঠান্ডার কনকনে আমেজ বেশ কাবু করেছে সকলকে। সকালবেলা ঘুম থেকে ওঠা মানেই যেন যুদ্ধে নেমে পড়া। রাতে শোয়ার সময় কম্বলের তলায় অনেকক্ষণ থাকলে তবেই হাত পা গরম হয়। শীতের দুপুরে সবথেকে জঘন্যতম একটি কাজ হোলো স্নান করা।গরম জলে স্নান করতে গেলেও হু হু করে কাপতে হয় আমাদের। এমতাবস্থায় অনেকেই ইমার্শন রড দিয়ে জল গরম করে। সে জল দিয়ে স্নান করেন। দ্রুত জল গরম করার ক্ষেত্রে গিজার এর থেকে বেশী কাজ করে এই রড। গিজারের থেকে সস্তা হওয়ার কারণে এই রড ব্যবহার করেন অনেকেই।

Here's All You Need To Know About Immersion Heating Rod | Femina.in

তবে এটি ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার রড যদি বেশি পুরনো হয়ে যায় তাহলে একটু করে সচেতনতা অবলম্বন করতে হবে আপনাকে। পুরনো হয়ে গেলেই দেখা যেতে পারে নানা সমস্যা। চেক না করে দুম করে জল গরম করতে যাবেন না।

লোহার বাড়ি থেকে এই রড দিয়ে কখনো জল গরম করবেন না।এতে কারেন্ট রাখার সুযোগ বেড়ে যায়। প্লাস্টিকের বালতিতে জল গরম করে নিন,তবে দেখবেন যেন রড বালতির নিচে না লাগে।

10 Best Immersion Rods in India for Quick Water Heating (Updated List)

 

লোকাল কোম্পানির রোড তাড়াতাড়ি খারাপ হওয়ার অথবা কারেন্ট লাগার সুযোগ থাকে। তাই সবসময় ব্র্যান্ডেড কোম্পানির রড ব্যবহার করবেন ইমার্শন রড কোন অবস্থায় বালতি থেকে জল নেবেন না অথবা গরম হয়েছে কিনা দেখতে যাবেন না হাত ডুবিয়ে। জল গরম হয়ে গেলে ঠান্ডা হওয়ার পর নিরাপদে রড রেখে দেবেন একপাশে।