সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দোলের দিন এই বিশেষ টোটকা কা’জে লাগান, পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা দূ’র হবে শীঘ্রই

দোল এমন একটি উৎসব যা সারা ভারতবর্ষ জুড়ে পালন করা হয়। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ বিশেষভাবে এই দিনটির ধর্মীয় গুরুত্ব রয়েছে। এই দিন কোথাও রাধা কৃষ্ণ আবার কোথাও লক্ষ্মীনারায়ণ এর পূজো করা হয়। শাস্ত্রে এই দিনটির গুরুত্ব বিস্তর। এই দোলের দিন বেশকিছু টোটকা যদি পালন করতে পারেন তবে নানান রকম সমস্যা থেকে পাবেন মুক্তি।

বাড়িতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তো লেগেই আছে কখনো না কখনো কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন। পরিবারের নানান রকম স্বাস্থ্য সমস্যা থাকে এক্ষেত্রে দলের দিন একটা ছোট্ট টোটকা করে ফেলুন আর সারা বছর থাকুন ফিট এন্ড স্ট্রং।

শারীরিক জটিলতা থেকে মুক্তি পেতে দোলের দিন গোলাপ এবং বাতাসার টোটকা করতে পারেন। বাতাসা ও একটি গোলাপ ফুল লাগবে। বাড়িতে যদি কেউ অসুস্থ থাকেন তাহলে এই শুভদিনে বাতাসা ও গোলাপ ফুল দিয়ে অসুস্থ ব্যক্তির মাথায় ৩১ বার ঘুরিয়ে ফেলুন।

আরো খবর: চাকরি পিছু কত টা’কা পার্থকে পা’ঠা’তো কুন্তল? প্রকাশ্যে এলো নতুন ত’থ্য

এবার তা বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিন মনে রাখবেন এই সময় যাতে কেউ আপনাকে দেখতে না পায়। এই দিন মনস্কামনা পূরণ করতে পারেন করতে পারেন বাস্তু সমস্যার প্রতিকার। হোলিকা দহনের আগুনে ময়দা অর্পণ করতে পারেন।

আগের দিন পালন করা হয় হোলিকা দহন। এই আগুনের বিশেষ তাৎপর্য রয়েছে। আর্থিক অনটন যদি ঘোচাতে চান তবে এই আগুনের মধ্যে সুপারি এবং নারকেল অর্পণ করতে পারেন।

তেমনই বেশ কিছু বিশেষ রং রয়েছে সেই রং দিয়ে যদি বিভিন্ন রাশির মানুষজন হোলি খেলেন তবে বিশেষ উপকার পাওয়া যায়।