সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অক্ষয় কুমার ছা’ড়া এই সুপারস্টাররাও ভারতীয় নাগরিক নন, রইলো ল’ম্বা লিস্ট

আমাদের মতন সাধারণ মানুষেরা যেখানে থাকি সেখানের নাগরিকত্ব নিয়ে থাকি। কিন্তু এমন অনেক জনপ্রিয় মানুষ রয়েছেন বিশেষ করে বলিউড ইন্ডাস্ট্রির লোক যাদের মধ্যে কেউ কেউ বিদেশ থেকে এসেছেন। কেউ আবার ভারতে জন্মগ্রহণ করা সত্ত্বেও নাগরিকত্ব নেননি এখনও। এক নজরে দেখে নিন এই তালিকায় রয়েছেন কোন কোন তারকা।

১. আলিয়া ভাট : আলিয়া ভাট মহেশ ভাটের মেয়ে হলেও খাতায়-কলমে ভারতের নাগরিক নন আলিয়া। তবে তার বাবা মহেশ ভাট ভারতীয়। কিন্তু আলিয়ার মা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। মায়ের সূত্রে আলিয়ার কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে।

২. ক্যাটরিনা কাইফ : বলিউডের এই সুন্দরীর বাবা ছিলেন ভারতীয়। তবে তিনি জন্মগ্রহণ করেন হংকংয়ে। জন্মের পর থেকে একাধিক দেশ ঘুরেছেন ক্যাটরিনা। শেষমেষ বলিউডে এসে থিতু হয়েছেন অভিনেত্রী। ক্যাটরিনার কাছেও ভারতের নাগরিকত্ব নেই বলেই জানা গেছে।

৩. অক্ষয় কুমার : বলিউডের খিলাড়ি বলতে যাকে বুঝি তিনি অবশ্যই অক্ষয় কুমার। এনি ভারতীয় সিনেমার হয়ে কাজ করছেন দীর্ঘ বেশ কয়েক দশক ধরে। এই দেশে তার কোটি কোটি ফ্যান ফলোয়ার্স রয়েছে। একাধিক দেশপ্রেমমূলক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তার নিজেরই ভারতের নাগরিকত্ব নেই। তার কাছে রয়েছে কানাডিয়ান পাসপোর্ট।

আরো খবর: সবথেকে কম টা’কা’য় ঘুরে আসুন দক্ষিণ ভারত, সু’যো’গ দি’চ্ছে IRCTC

৫. জ্যাকলিন ফার্নান্ডেজ : এই শ্রীলঙ্কান সুন্দরীর কাছেও ভারতের নাগরিকত্ব নেই। তিনি শ্রীলঙ্কার নাগরিক। কর্মসূত্রে ভারতে এসে রয়েছেন দীর্ঘদিন। ২০০৬ সালের মিস শ্রীলঙ্কা জ্যাকলিন ফার্নান্ডেজ তার জীবনের বেশিরভাগ সময়টা মালয়েশিয়া এবং বাহারাইনে কাটিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। তার কাছে শ্রীলঙ্কার পাসপোর্ট রয়েছে।

৬. নার্গিস ফাখরি : কানাডিয়ান পাসপোর্ট রয়েছে নার্গিস ফাখরির কাছে। এই সুন্দরী বলিউডে প্রবেশ করার আগে আমেরিকার টিভি মডেল হান্ট অনুষ্ঠানে কাজ করতেন।

৭. আদনান সামি : আদনানের গান শুনে মুগ্ধ গোটা দেশ। তবে জানলে অবাক হবেন তিনি সম্প্রতি ভারতের নাগরিকত্ব পেয়েছেন। এর আগে বহু যুগ পর্যন্ত মুসলিম নাগরিকত্বই ছিল তার পরিচয়।

৮. ইমরান খান : বলিউড অভিনেতা আমির খান ভারতের নাগরিক। কিন্তু তার ভাগ্নে তথা অভিনেতা ইমরান খানের ভারতীয় নাগরিকত্ব নেই। তার কাছে মার্কিন নাগরিকত্ব রয়েছে। এছাড়াও আরো অনেকেই রয়েছেন এনাদের মতন যে অনেক বছর ধরে এখানে কাজ করে চলেছেন তাঁদের এই দেশের নাগরিকত্ব নেই।