সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’রা’ট গর্তে লু’কি’য়ে আছে প্রাচীন অরণ্য! চীনের পাতাল পৃথিবী নিয়ে উৎসাহের শে’ষ নেই বিজ্ঞানীদের ম’ধ্যে

কয়েক দিন ধরে দক্ষিণ চিনের গুয়াংজি প্রদেশে চলছিল খননকাজ। গুয়াংজিতেই চিনের সবচেয়ে বেশি এ ধরনের বড় গুহা রয়েছে। সংখ্যাটা তিরিশের কাছাকাছি।

সেই কারণে এখানে নতুন করে গুহা আবিষ্কার তেমন বিস্ময়ের কিছু নয়। কিন্তু ৬৩০ ফুট গভীর নিচের পাতালে ঘন জঙ্গলঘেরা এলাকা দেখে অবাক প্রত্নতাত্ত্বিকরা।

মাটি থেকে অন্তত ৬৩০ ফুট গভীর, ১৭৬ ঘনফুটে একটি এলাকা, ঘন জঙ্গলে ঘেরা। এই গুহা আর পাঁচটার মতো নয়। এই গুহা ধরে নেমেছিলেন তাঁরা। নিচের জঙ্গলটি রেনফরেস্টের চরিত্রযুক্ত বলে মত প্রত্নতাত্ত্বিকদের।

আরো পড়ুন: স’ম’কা’মী দুই ক্রিকেটার বি’য়ে করলেন, উৎসবের পরিবেশ ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলে

চেন লিক্সিং নামে এক অভিযাত্রী বলেন, আমি অবাক হব না, যদি জানতে পারি, এই অরণ্যে এমন কোনও প্রাণী থাকে, যা এতদিন সকলের আড়ালে ছিল। এমনকী বিজ্ঞানীরাও কেউ এর খোঁজ পাননি।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অতি বিরল চৌকো বাঁশের অস্তিত্ব রয়েছে এই স্যাঁতস্যাঁতে জঙ্গলে। গাছগুলি বৃষ্টিচ্ছায় অরণ্যের মতোই আকাশমুখী লম্বা, সরু। তবে সাধারণ গুহার মতো এই গুহার শেষ কোনও নদীপথের সঙ্গে যুক্ত নেই।

মনে করা হচ্ছে, এখানে নদী অন্তঃসলিলা এবং গতিপথ অন্যদিকে। এই সংক্রান্ত বিশেষজ্ঞদের মতে, এই গুহার আবিষ্কার প্রত্নতাত্ত্বিক দিক থেকে তো বটেই, বিজ্ঞানেরও বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা।