সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আম্বানি-আদানির সাথে একই সারিতে অমিতাভ বচ্চন, বছরে কত টা’কা দা’ন করেন জানেন কি?

সম্প্রতি প্রকাশিত হয়েছে EdelGive Hurun India Philanthropy List 2021। এই তালিকাতে উল্লেখ করা থাকে ভারতের ধনকুবের থেকে শুরু করে তারকাদের চ্যারিটিতে দান-ধ্যানের পুঙ্খানুপুঙ্খ বিষয়। এই তালিকা থেকে জানা যাচ্ছে প্রথমবার এই উদ্যোগে সামিল হয়েছেন অমিতাভ বচ্চন। এই তালিকাতে আম্বানি, আদানি, বিড়লা সহ অন্যান্য ধনী ব্যক্তিদের নামের উল্লেখ থাকে যারা দান-ধ্যান করে থাকেন।

তালিকার শীর্ষে নাম রয়েছে, সফটওয়্যার রপ্তানিকারক সংস্থা উইপ্রোর আজিম প্রেমজির। রেকর্ড বলছে, আজিম প্রেমজির কোম্পানি করোনাকালে তাদের সংস্থার তরফে অনুদানের পরিমাণ এক-চতুর্থাংশ বাড়িয়ে দিয়েছেন। তালিকার শীর্ষে নিজের জায়গা ধরে রাখার জন্য তিনি চলতি অর্থবছরে সমাজসেবা খাতে অনুদান দিয়েছেন ৯ হাজার ৭১৩ কোটি টাকা। HCL- এর হেড শিব নাদার তালিকাতে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। তিনি ১ হাজার ২৬৩ কোটি টাকা অনুদান দিয়েছেন।

এই তালিকাতে তৃতীয় স্থানে নাম উঠেছে ভারতের সবথেকে ধনী ব্যবসায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানির। তিনি সমাজ সেবাখাতে ৫৭৭ কোটি টাকা অনুদান দিয়েছেন। কুমার মঙ্গলম বিড়লার স্থান চতুর্থ। তিনি ৩৭৭ কোটি টাকা অনুদান দিয়েছেন। Infosys-এর সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি ১৮৩ কোটি টাকা অনুদান দিয়ে রয়েছেন। দাতাদের তালিকায় তাঁর স্থান পঞ্চম। ভারতের দ্বিতীয় ধনীব্যক্তি গৌতম আদানি। তিনি দুর্যোগের ত্রাণ স্বরূপ ১৩০ কোটি টাকার অনুদান দিয়েছেন। এই তালিকাতে তিনি রয়েছেন অষ্টম স্থানে।

বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন এর আগেও সমাজ সেবা খাতে অর্থ সাহায্য করেছেন। করোনার ভয়াবহ পরিস্থিতিতে তিনি এবং তাঁর স্ত্রী জয়া বচ্চন বহু মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এবার তিনি ১৫ কোটি টাকা অনুদান দিয়ে EdelGive Hurun India Philanthropy List 2021এ জায়গা করে নিলেন।

গত বছর টানা ১ মাস দেশের ৫ হাজার শহরে ছড়িয়ে থাকা ৪ লক্ষ শ্রমিকের ২ বেলার অন্ন সংস্থানের ভার নিয়েছিলেন তিনি। বহু পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার ব্যবস্থা করেছিলেন। বচ্চন পরিবার ২ অনাথ শিশুকেও দত্তক নিয়েছেন বলে জানা যাচ্ছে। তারা তাদের মা-বাবাকে হারিয়েছে কোভিডে। এমনকি অমিতাভের ব্যক্তিগত তহবিল থেকে প্রশাসন এবং চিকিৎসা পরিষেবার কর্মীদের পিপিই কিটের বন্দোবস্তও করা হয়েছিল।

১ বছর পরে দানের হিসাব দিতে গিয়ে তিনি আফসোস করেন এবং বলেন, ‘‘ছোট থেকে শিখেছি, দান করে তা সবার সামনে প্রচার করতে নেই। এতে যিনি দিচ্ছেন এবং যাঁকে দিচ্ছেন, উভয়েই ছোট হয়ে যান।’’ প্রবীণ অভিনেতা এও বলেন আজকাল অবশ্য সময় বদলেছে। এখন কেউ সামান্য কিছু করলেই তার প্রচার করা হয়। লোককে জানানো হয়। না হলেই আবার সবাই ভাবেন, কিছু না করে কেবল বড় বড় কথাই বলে চলেছে।