সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কর্মসূত্রে মুম্বইয়ে থাকলেও উত্তরবঙ্গের এই জায়গায় গোবিন্দার শ্বশুরবাড়ি, জানুন ঠি’কা’না

নব্বইয়ের দশকের বলিউডে একাধিক সুপারহিট ছবির নায়ক ছিলেন গোবিন্দা। বলিউডের হিরো নম্বর ওয়ান গোবিন্দার অভিনয় এবং নাচের স্টেটমেন্ট ছিল তার পরিচয়। এমন একটা সময় ছিল যখন বলিউডের প্রতিটি চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক গোবিন্দার সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকতেন।

তবে গোবিন্দা এখন আর ছবিতে অভিনয় করেন না। আজকাল একাধিক ডান্স রিয়েলিটি শো’য়ের বিচারক হিসেবে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে।

গোবিন্দার জন্মভূমি এবং কর্মভূমি মুম্বই হলেও তাঁর বাংলার সঙ্গে যোগ রয়েছে। কিভাবে জানেন? মূলত তার স্ত্রীর কারণে বাংলার সঙ্গে গোবিন্দার যোগ রয়েছে।

আরো পড়ুন: বাইক স্টার্ট করতে গিয়ে মাথায় হা’ত যুবতীর, কি হলো দেখুন ভিডিও

তাঁর স্ত্রী সুনিতার মামার বাড়ি পাহাড়ে অর্থাৎ দার্জিলিং-এ। আর এই পাহাড়ের টানেই প্রতিবছর তিনি একবার না একবার স্ত্রীকে নিয়ে ছুটে আসেন পাহাড়ে এবং দার্জিলিং-এ বেশ কিছু সময় থেকে যান।

শুধু তাই নয়, ওখানে গোবিন্দার যে নিজস্ব বাড়ি আছে সেখানেও বছরে অন্ততপক্ষে একবার আসেন গোবিন্দা। গত রবিবার বলিউড এই তারকা তিন দিনের জন্য ছুটিতে এসেছিলেন দার্জিলিং। আর অন্যান্য বারের মত এবারেও পাহাড়ের স্থানীয়দের মধ্যে গোবিন্দার আগমনকে ঘিরে আলাদা উদ্দীপনা ছিল।

এমনকি এও জানা গিয়েছে, সেখানকার সকল স্থানীয়দের নানা আবদার হাসিমুখে পূরণও করেন বলিউডি তারকা। গোবিন্দার কথায়, “পত্নিজি যেহেতু এখানকার, তাই বরাবার একটু বেশিই আদর-যত্ন পাই সবার কাছ থেকে”।

আরো পড়ুন: কবে বে’র হ’বে মাধ্যমিকের রেজাল্ট? জানিয়ে দি’লো মধ্যশিক্ষা পর্ষদ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যখনই তিনি দার্জিলিঙে আসেন তখন নির্দিষ্ট একটি সময়ে বাড়ির বাইরে বের হয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন ও স্থানীয়দের আবদার পূরণ করেন।

বলিউড তারকা গোবিন্দার মধ্যে কোনোরকম তারকা সুলভ আচরণ নেই বলেই দাবি করেছেন স্থানীয়রা। তিনি দার্জিলিঙের সাধারণ মানুষদের সঙ্গে সাধারণ মানুষের মতো মিশে যেতে ভালোবাসেন। পাহাড়কে তিনি একান্ত আপন মনে করেন। গোবিন্দার এহেন ব্যবহারে খুবই খুশি পাহাড়বাসী।