সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেয়ে হয়েও রাজমিস্ত্রির কা’জ করেন, লোকজন শুনিয়েছিলো ক’থা, এবার কাজের মা’ধ্য’মে জ’বা’ব দিলেন

বর্তমান সময়ে ছেলে মেয়ে নির্বিশেষে প্রতিটি মানুষই ভালো পড়াশোনা করে জীবনে মোটা টাকা উপার্জন করতে চায়। জীবনে সঠিক পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকাটাই জরুরী। আজকাল প্রায় সকলেরই বড় কিছু করার প্রচেষ্টা থাকে। আর সেই লক্ষ্যকে নিয়েই তারা জীবন পথে এগিয়ে যায়।

যুগ এগোলেও নারীদের সম্পর্কে এমন ধারণা মানুষ এখনও পোষণ করে যে নারীরা পুরুষদের মত সব কাজে পারদর্শী নয়। বিশ্বের চোখে নারীদের পেশা পুরুষদের থেকে আলাদা। আর এই ধ্যান-ধারণাকে পাল্টে দিয়েছে ব্রিটেনে বসবাসকারী একজন নারী। সে তার কাজের জন্য গোটা দেশে আজ আলাদা পরিচিতি পেয়েছে।

The girl works as a mason, trolled by people, has now become the ambassador  of this famous brand in London. Darcy Richards UK The only female  bricklayers you need to know about -

আর সেই নারী হলেন ব্রিটেনের একজন “রাজমিস্ত্রি”। “ডার্সি রিচার্ডস” নামক ওই মহিলার এই পেশাই প্রমাণ করে দিয়েছে যে, পুরুষদের থেকে কোনো অংশেই কম নন মহিলারা। যদি কেউ কিছু করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়, তবে সে অবশ্যই আলাদা কিছু করে দেখাতে পারে।

The girl works as a mason, trolled by people, has now become the ambassador  of this famous brand in London. Darcy Richards UK The only female  bricklayers you need to know about -

ডার্সি রিচার্ডস সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে তাকে ১২ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। যাতে রাজমিস্ত্রির কাজে মহিলারা অনুপ্রাণিত হন, তাই তিনি কাজের নানা ছবিও শেয়ার করেন। তার পোস্ট করা ছবি দেখা তা সহজেই বোঝা যায় যে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে তার কাজ করেন এবং কখনোই শারীরিক পরিশ্রম থেকে দূরে সরে যাননি ডার্সি।

The girl works as a mason, trolled by people, has now become the ambassador  of this famous brand in London. Darcy Richards UK The only female  bricklayers you need to know about -

তার এই ব্যতিক্রমী কাজের জন্য যুক্তরাজ্যের জনপ্রিয় ব্র্যান্ড “হার ওয়্যারও” তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। বর্তমানে সে একজন দায়িত্ববান রাজমিস্ত্রি এবং বহু নারী তাকে অনুসরণ করে। তার এই রাজমিস্ত্রি পেশার জন্য মানুষ তাকে আরও বেশি করে জানতে শুরু করেছে।