সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাউথ ফি’ল্ম “কান্তারা”-র চাপে সিনেমাহল থেকে বি’দা’য় নি’তে চলেছে অক্ষয় কুমারের “রামসেতু”

দেওয়ালির একই দিনে মুক্তি পেয়েছে বলিউডের দুটি ছবি রাম সেতু এবং থ্যাঙ্ক গড। সিনেমা দুটি মুক্তি পাওয়ার আগে থেকেই টিকিট বুকিং হচ্ছিল, যার ফলে মনে করা হয়েছিল যে বেশ সফলতা পেতে চলেছে সিনেমা দুটি। থ্যাঙ্কস গড ছবিটি হল অজয় দেবগনের অভিনীত কমেডি একটি ড্রামা অন্যদিকে অক্ষয় কুমার জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরাত বারুচার অভিনীত রামসেতু। দুটি ছবি একে অপরের সঙ্গে বেশ হড্ডাহাড্ডি লড়াই করছে।

কিন্তু এই দুটি ছবির মধ্যেই হঠাৎ করে এন্ট্রি নিয়ে এসে দক্ষিণী ছবি কান্তারা, যা একেবারে দর্শকদের মনকে ঘুরিয়ে দিয়েছে। বক্স অফিসে রিলিজ হওয়ার কিছুদিনের মধ্যেই ঝড় তুলেছে এই ছবিটি, যার কাছে ফেল করেছে বলিউডের দুটি ছবি।

আগেও বলিউডের বিভিন্ন ছবি ফ্লপ হয়েছে দক্ষিণী সিনেমার কাছে, এবারও সেরকমই ঘটনা ঘটেছে। যার কারণে ইতিমধ্যেই বিভিন্ন হলের মালিকেরা সিদ্ধান্ত নিচ্ছেন বলিউডের এই দুটি ছবিকে সরিয়ে কান্তারার শো আরও বাড়ানো। ইতিমধ্যেই কান্তারার ঝড়ে উড়ে গেছে রাম সেতু এবং থ্যাঙ্ক গড।

ঋণ প্র’দা’ন’কা’রী অ্যাপ্লিকেশন গুলোর উপর ব’ড়ো অ্যাকশন নি’চ্ছে কেন্দ্র

বোঝাই যাচ্ছে যে কান্তারা ছবির ঝরে কাবু হয়েছে দর্শকেরা সেই কারণে ব্যবসা বাড়ানোর তাগিদেও বিভিন্ন হলের মালিকেরা সিদ্ধান্ত নিয়েছেন কান্তারার শো আরো বাড়ানোর। এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কিছুটা হলেও হলের দিকে মুখ করছে না দর্শকেরা। শনিবার এবং রবিবার বক্স অফিসের সেইরকম লাভ হয়নি, সেই কারণেই এবার হলের মালিকেরা এই দুটি ছবিকে হল থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন।

এবার আসুন জেনে নিয়ে এই দুটি বলিউড ছবি ইতিমধ্যে কত টাকা আয় করেছে। ইতিমধ্যে মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসের রাম সেতুর ঝুলিতে পড়েছে ৫৫.২৫ কোটি টাকা অন্যদিকে থ্যাঙ্ক ইউর ঝুলিতে পড়েছে ২৬.৭৫ কোটি টাকা।