সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তুরস্কের ভূমিকম্পের রে’শ কাটতে না কাটতেই কেঁপে উ’ঠ’লো সিকিম, উত্তরবঙ্গ জু’ড়ে আ’ত’ঙ্ক

তুর্কিতে হওয়া ভয়াবহ ভুমিকম্পের দুঃস্বপ্ন কাটতে না কাটতেই , ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ভারতের সিকিম । সোমবার সকাল ৪:১৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় সিকিমে। গবেষণা থেকে জানা গেছে প্রায় ১০ কিমি এলাকা জুড়ে এই ভূমিকম্প হয়েছিল , যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩ । কিন্তু তেমন কোন ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও।

সিকিমের পাশাপাশি শনিবার বিকেলে মৃদু কম্পন অনুভূত হয় আসামেও । বিকেল ৪:১৮ মিনিট নাগাদ , রিখটার স্কেলে ৪ মাত্রার এক ভূমিকম্প হয় আসাম-এর নওগাঁ এলাকায় । তুর্কি ও সিরিয়ার ভয়াবহ দৃশ্য দেখে এমনিতেই গোটা বিশ্ব আজ আতঙ্কিত।

এরমাঝে হাওয়া সিকিম ও আসামের ভূমিকম্প , শিহরণ ধরিয়ে দিচ্ছে উত্তরবঙ্গ বাসীদের মনে।আতঙ্কে রয়েছেন দার্জিলিং ও কালিম্পং এ ঘুরতে আসা পর্যটকরাও । গত কয়েক মাসে কেঁপে উঠেছে মেঘালয় , মিজোরাম , মণিপুর , অরুণাচলপ্রদেশ রাজ্যের মাটি ।

আরো খবর: মেয়েদের চোখে না’কি টাক মাথার পুরুষরাই বে’শি আকর্ষণীয়! গবেষণায় চ’ম’কে দেওয়ার ত’থ্য

বিশেষজ্ঞদের মতে হিমালয়ে হওয়া ঘন ঘন ভুমিকম্পের ফলে বিপদে পড়তে পারে দিল্লির NCR ও । আগের বছর ভুমিকম্পে অনেক ক্ষতি হয়েছিল ভারতের হিমালয়ের পাদদেশের রাজ্যগুলিতে। গত ৬ ফেব্রুয়ারি , রিখটার স্কেলে ৭.৮ মাত্রায় হওয়া ভুমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পরে তুর্কি ও সিরিয়ার বাড়ি গুলি।

রাস্তাঘাট পরিণত হয় কংক্রিটের স্তুপে। প্রাণ হারায় প্রায় ৩৪ হাজার মানুষ , নিশ্চিহ্ন হয়ে যায় ১০ টি শহর । শুধু শোনা যায় স্বজন হারানোর আর্তনাদ । গোটা বিশ্ব তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।

ত্রাণ হিসেবে দেওয়া হচ্ছে খাবার , বস্ত্র , জল , ওষুধ, পানীয় ইত্যাদি । আমাদের ভারতও তাঁদের সাহায্যের জন্য পাঠিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর(NDRF) দল।