সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেট্রোল-ডিজেলের পর এবার দা’ম বাড়লো আগুনেরও, জেনে নিন

পেট্রোল-ডিজেলের দাম নিয়ে এমনিতেই সাধারণের পকেটে আগুনের তাপ এসে লাগছে। এখন নাকি সেই আগুনের দামও বাড়তে চলেছে! দীর্ঘ প্রায় 14 বছর পর দেশলাই বাক্সের দাম বাড়ানো হচ্ছে। এক বাক্স দেশলাই আর একটাকাতে পাওয়া যাবে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির পাশাপাশি এবার দেশলাইয়ের দামও বাড়ানো হতে চলেছে।

আগামী ডিসেম্বর মাস থেকে আর এক টাকার বিনিময়ে দেশলাই বাক্স পাওয়া যাবে না। 2007 সালে 50 পয়সা থেকে এক লাফে বেড়ে এক টাকা হয়ে গিয়েছিল দেশলাইয়ের বাক্সের দাম। আগামি ডিসেম্বর মাসে প্রতিটি দেশলাই বাক্স কিনতে খরচ হবে দু টাকা করে। গত বৃহস্পতিবার শিবা কাশিতে দেশলাই বাক্স নির্মাতাদের একটি সর্বভারতীয় বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত উল্লেখ্য, কেরালাতে দেশলাই বাক্স নির্মাণ শিল্পে কাজ করছেন প্রায় 4 লক্ষ শ্রমিক। এদের মধ্যে বেশিরভাগই মহিলা। প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির জেরে তাদের জীবনে বেজায় প্রভাব পড়ছে। তাই এবার ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দেশলাইয়ের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষত পেট্রোল-ডিজেলের দাম এই মুহূর্তে আকাশ ছোঁয়া। যার জন্য দেশের বাক্সের দাম বাড়াতে বাধ্য হয়েছেন শ্রমিকেরা। কাঁচামালের দাম হয়েছে দ্বিগুণ। তাই এখন আর দাম বাড়ানো ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। 1 কেজি লাল ফসফরাসের দাম 425 টাকা থেকে বেড়ে গিয়ে হয়েছে 810 থাকা। মোমের দাম 58 টাকা থেকে বেড়ে গিয়ে হয়েছে 80 টাকা। দেশলাইয়ের বাক্স 36 টাকায় পাওয়া যেত আগে। এখন তার দাম বেড়ে হয়েছে 55 টাকা। কাঁচামালের দাম বৃদ্ধিতে দেশলাই বাক্সের দাম বৃদ্ধি পাচ্ছে।