সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দী’র্ঘ ২৭ বছর প’র ধনতেরাসে রয়েছে বি’শে’ষ যোগ, কতটা আ’লা’দা এবারের ধনতেরাস?

সামনেই আসছে আলোর উৎসব দীপাবলী বা দিওয়ালি। সকলে এই সময় বিভিন্ন ভাবে উজ্জাপন করে। মা কালীর উপাসনা করা হয় এই দীপাবলিতে। এই দিন গুলোয় ঘরে দীপ দান করে সারা বাড়ি আলোকিত করে রাখা হয়। আর এই সময়ই পালন হয় আরো একটি বিশেষ তিথি। তা হলো ধনতেরাস। এইদিনে অর্থের দেবতা কুবের ও ধন্বন্তরীর পুজো করা হয়। ধনতেরসে সোনা, রুপো, বাসন কেনা অত্যন্ত শুভ মনে করা হয়।

মনে করা হয় ধনতেরসে কেনাকাটা করলে বাড়িতে উন্নতি ও সমৃদ্ধির আগমন ঘটে। এ বছর ২৩ অক্টোবর ধনতেরস পালিত হবে।কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিটি ধনতেরস পালিত হয়। তবে এই বছর অন্য বছরের তুলনায় একটু ভিন্ন। কারণ হিসেবে জানা গেছে যে, প্রায় ২৭ বছর পর এই বছর একটা বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে তাই এই বছর ধনতেরাস যদি নিষ্ঠা ভরে পালন করা হয় সংসারে অনেক ধন সম্পদ বৃদ্ধি পাবে। আসুন জেনে নেওয়া যাক কি কি করবেন এই দিন।

১. জ্যোতিষ শাস্ত্র মতে এই দিন কেনা কাটা করা অত্যন্ত শুভ । তাই পঞ্জিকা অনুযায়ী ২৭ বছর পর দুদিন ধনতেরসের কেনাকাটা করা যাবে। বলা হয়ে থাকে শুভ সময় দেখে কেনা কাটা করা ভালো তাই এই বছর ২২ অক্টোবর সন্ধ্যা নাগাদ ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে ও ২৩ অক্টোবর সন্ধ্যা নাগাদ তা শেষ হচ্ছে। তাই ২২ অক্টোবর সন্ধ্যা থেকে ও ২৩ অক্টোবর সারাদিন কেনা কাটা করা যেতে পারে। ২৩ অক্টোবর ধন্বন্তরী, লক্ষ্মী ও কুবেরের পুজো করা যাবে। এই তিথিতে সোনা, রুপো, বাসন কেনার প্রথা রয়েছে।

আরো পড়ুন: শনিদেবের রো’ষে’র মুখে প’ড়’তে না চাইলে এই সামগ্রীগুলো ভো’গে নি’বে’দ’ন করুন

২. ধনতেরসে ধনেন্তরির পূজা করা হয় তাই এই দিনে সন্ধ্যাবেলা বাড়ির প্রবেশদ্বারে ও আঙিনায় প্রদীপ প্রজ্জ্বলিত করা উচিত। এদিন সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্জ্বলিত করলে অক্ষয় পুণ্য ফল লাভ করা যায়। পাশাপাশি কুবের যন্ত্র, শ্রী যন্ত্র, ঝাঁটা ও গোটা ধনের কেনাকাটা করলেও সুখ-সমৃদ্ধি পেতে পারেন। দীপাবলীতে শ্রীযন্ত্রের পুজো করলে লক্ষ্মী প্রসন্ন হন।

৩. প্রদীপ জালারও কিছু নিয়ম আছে। যেমন মা লক্ষ্মীর কাছে শুদ্ধ ঘী এর প্রদীপ জ্বালানো ভালো। আবার অন্য জায়গা গুলোয় সরষের তেল দিয়ে কালো টিল দিয়ে প্রদীপ জ্বালালে সব কু প্রভাব কেটে যাবে বলেও মনে করা হয়।