সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TMC-র পঞ্চায়েত প্রধান চার তলা বাড়ির মালিক, আবাস যোজনার তালিকায় গো’টা পরিবার

মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আবাস প্লাস যোজনায় নাম থাকবে কেবলমাত্র দরিদ্র ও দরিদ্র শ্রেণীভুক্ত মানুষের। কিন্তু সেসব কথা শুনছে কে! কারোর তিন তলা বাড়ি আবার কারোর বাড়িতে ফ্রিজ এসি রয়েছে। তাদেরও নাম রয়েছে আবাস যোজনায়। এবার এমনই এক ঘটনা ঘটলো পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। চার তলা বাড়ির মালিক তার স্ত্রীর নাম উঠেছে আবাস যোজনায় ঘর প্রাপকদের তালিকায়। সেই বাড়ির মালিক আর কেউ নন স্বয়ং তৃণমূলের পঞ্চায়েত প্রধান।

তার স্ত্রীর নাম রয়েছে আবাস যোজনার লিস্টে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অবাক হবেন না সেই তালিকায় নাম রয়েছে উপ-প্রধানের বাবার। আর এইসব দেখে গর্জে উঠেছেন তৃণমূল দলের নেতারাই। প্রসঙ্গত গত সপ্তাহে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য রাজ্যকে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্র নির্দেশ দিয়েছে অযোগ্য ব্যক্তিদের কোনোভাবেই ঘর দেওয়া যাবে না। যারা যোগ্য এবং প্রকৃত প্রাপক তাদের নাম থাকবে তালিকায়।

তারপর থেকেই শুরু হয়েছে কড়া নজরদারি। উপর মহলের নির্দেশ আসার পর সরকারি কর্মীরা উপভোক্তাদের বাড়ি গিয়ে খতিয়ে দেখছেন। তার মধ্যে পাওয়া গিয়েছে বিস্তর গড়মিল। পঞ্চায়েত ও প্রশাসনের কর্মীরা বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে দেখতে পাচ্ছেন কতটা দুর্নীতি হয়েছে আবাস যোজনায়। ঠিক যেমন হয়েছে বর্ধমানের এই তৃণমূল নেতার ক্ষেত্রে। তেমনি খণ্ডঘোষের শাঁখারী গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গীর শেখ। তার নিজের চার তলা বাড়ি অথচ স্ত্রী সীমা শেখের নামে ঘর চেয়ে আবেদন করেছেন তিনি।

আরো খবর: SBI সেভিংস Account-এ এখন আ’র নূন্যতম Balance-র দরকার নেই, জানা আ’ছে কি?

তবে শুধুমাত্র তার স্ত্রী নয় তার দুই ভাই আমঙ্গির শেখ এবং আজমগীর শেখের নাম রয়েছে এই তালিকায়। এমনকি নাম রয়েছে তার বাবা মৃত শেখ মহসিনের। এই ঘটনার পর রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সরকারি আধিকারিক থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বরা। বাধ্য হয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মুখ খুলেছেন তারা।

এই প্রসঙ্গে পূর্ব বর্ধমানের জেলাশাসক জানিয়েছেন গোটা বিষয়ে তারা খতিয়ে দেখছেন। তবে ইতিমধ্যে ওই তালিকা বাতিল করা হয়েছে। এদিকে যার নাম রয়েছে তালিকায় তিনি জানেন না। সারাদিন পঞ্চায়েতের কাজে ব্যস্ত থাকায় তালিকায় নাম উঠেছে কখন তা নাকি চোখেই পড়েনি পঞ্চায়েত প্রধানের। তাই এটা সামান্য ভুল হয়ে গিয়েছে, সাফাই তৃণমূল নেতার