সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গ জু’ড়ে বি’রা’ট পরিকল্পনা রাজ্যের, বিনিয়োগ হবে ১১,০২৬ কোটি টা’কা! চাকরি হবে ১.২৫ লক্ষ

বার বারই বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে যে উত্তরবঙ্গ কে বঞ্চিত করছে তৃণমূল সরকার।বিশেষ করে বিজেপি নেতারা হামেশাই এই অভিযোগ করে আসছেন।এবার এই উত্তরবঙ্গে শিল্প স্থাপনে জোর দিচ্ছেন মমতা ব্যানার্জীর সরকার। সূত্রে খবর আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে উত্তরবঙ্গে ১১,০২৬ কোটি টাকা বিনিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ১.২৫ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে আপাতত এই পরিকল্পনার আওতায় উত্তরবঙ্গের আটটি জেলা থাকবে। যেসব ক্ষেত্রে বিনিয়োগ করা হবে সেগুলির মধ্যে অন্যতম হলো ইথানল, আসবাবপত্র, বেকারি, সিমেন্ট-সহ ইত্যাদি।এছাড়া মালদা শিল্পপার্ক, কালিম্পঙে শিল্পীহাট, রায়গঞ্জে বস্ত্রের হাট গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে।শিল্পপার্ক তৈরির জন্য ৩,৫২৬ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

দার্জিলিং ও কালিম্পং – এ পর্যটন ও চা শিল্পের জন্য আরও ৯৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। শিল্পপার্ক তৈরির জন্য জমি চিহ্নিতকরণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।তবে কোন গোষ্ঠীর হাতে দায়িত্ব দেওয়া হবে, তা নির্ধারণের এখনও হয়নি। উত্তরবঙ্গের জেলা প্রশাসনের তরফে ৩২৮ একর সরকারি জমি চিহ্নিত করা হয়েছে।

আরো খবর: পোষ্য ভালোবাসেন না স্বামী! বরের জন্য ঘরভাড়া চে’য়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট স্ত্রীর

অপরদিকে ১৩৭ একর জমিতে জয়গাঁও, এথেলবাড়ি, আমবাড়ি ফালাকাটা এবং ডাবগ্রামে চারটি শিল্পপার্ক গড়ে তোলা হবে।এই কাজের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ ছোটো শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড।’ইজ অফ ডুয়িং বিজনেস’-র মাধ্যমে শিল্পের প্রসারে জোর দেওয়া হচ্ছে।

এছাড়া কালিম্পঙে পাঁচ একর জমিতে বিশ্ব বাংলা শিল্প হাট,মালদায় ১৪ একর জমিতে একটি রেশম পার্ক,রায়গঞ্জে ৩৪ একর জমিতে একটি বস্ত্রপার্ক তৈরি করা হবে। সূত্রে খবর ইথানল, আসবাবপত্র, বেকারি, সিমেন্ট-সহ বিভিন্ন শিল্পের জন্য উত্তরবঙ্গের আটটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর) ১,৮৪৩.৯৪ কোটি টাকা বিনিয়োগ করা হবে যার ফলে ১.১১ লাখ কর্মসংস্থান তৈরি হতে পারে।