সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অভিনব আবিষ্কার চন্দননগরের ছেলের, নদীর জলের মা’প দেখেই বো’ঝা যা’বে বন্যা হবে কি না!

ছবি: 24 ঘন্টা

ভারতবর্ষে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় সাথে বৈচিত্র্যময় দেশ যেখানে পাহাড়-পর্বত নদী-নালা অফুরন্ত সম্ভার মূলত আমাদের ভারতবর্ষে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে এবং এই বায়ুর প্রভাবে কোথাও বেশি বৃষ্টি দেখা যায়।

কোথাও দেখা যায় বন্যার ফলে প্লাবিত হয় একাধিক রাজ্য। এবছরের মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের জেরে আসাম এখন বন্যাকবলিত যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু মানুষ।

তবে এই রকম একটি সময়ে চন্দননগরের এক যুবক আবিষ্কার করে ফেলেছে এক অভিনব যন্ত্র যার মাধ্যমে আগে থেকেই বলা যাবে বন্যার ফলে জলের স্তর কতটা বাড়তে পারে। এই যুবক হুগলি জেলার চন্দননগরের বাসিন্দা নাম অয়ন বাগ। তিনি হুগলি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র।

অয়ন একটি যন্ত্র বানিয়েছে যার নাম ফ্ল্যাট মনিটরিং সিস্টেম যার মাধ্যমে জলের উচ্চতা মাপা সম্ভব হবে, এমন জায়গা গুলি নদী বা পুকুরের ধারে সেই সমস্ত জায়গাগুলিতে কতটা জল হতে পারে সেটার পরিমাণ আগে থেকেই জানা যাওয়ার সম্ভাবনা রয়েছে এই যন্ত্রের মাধ্যমে, এর ফলে কখন জল ছাড়তে হবে এবং কতটা জল ছাড়া প্রয়োজন যন্ত্রের মাধ্যমে বলে দেওয়া সম্ভব হবে।

এই যন্ত্রটি আল্ট্রাসনিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে বাড়িতে বসেই একটি অ্যাপের মাধ্যমে যন্ত্রটির থেকে কত পরিমান জল এবং কোন নদী এবং জলাধারে কতটা জল স্তর রয়েছে সে সম্পর্কে জানা যাবে যার ফলে আগে থেকেই মানুষকে বন্যা থেকে বাঁচানো সম্ভব হবে।

এই যন্ত্রের সাহায্যে বলা সম্ভব হবে যে কতটা জল ছাড়লে বন্যা হওয়ার কোন সম্ভাবনা থাকবে না এই ধরনের একটি যন্ত্রের মাধ্যমে যে আগামী দিনে বন্যা হওয়ার সর্তকতা জারি করা যাবে সেটাই মনে করছেন অনেকেই।