সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শনিদেবের রো’ষে’র মুখে প’ড়’তে না চাইলে এই সামগ্রীগুলো ভো’গে নি’বে’দ’ন করুন

শনীদেবকে আমরা কর্মফল দাতা বলি। কারণ শনীদেব হলেই ন্যায়ের দেবতা তাই ভালো ও খারাপ সব কর্মেরই ফল দান করে থাকেন তিনি। আর সেই কারণেই সকলে তাঁকে মেনে চলে। তাঁর রোষের মুখে পড়লে আর রক্ষে নেই। তাই আসুন জেনে নেওয়া যাক শনীদেবকে প্রসন্ন রাখতে কি কি করবেন এবং কি করবেন না।

১. শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে গুড়, তিল, খিচুড়ি নিবেদন করা যেতে পারে ৷ এই ভোগ পেলে শনি অত্যন্ত সন্তুষ্ট হন।

২. তার পুজোর দিন কাউকে সাহায্য করলে বা বস্ত্র দান করলে তিনি খুবই খুশি হন। বিশেষ করে কালো বস্ত্র দান করা খুবই ভালো।

৩. অনেকেই না জেনে তামার পাত্রে ভোগ নিবেদন করে দেন এই দেবতার। কিন্তু ভুলেও এটি করবেন না। কারণ তামার সঙ্গে সম্পর্ক আছে সূর্যদেবের। আর সূর্যদেব শনি কে শত্রু মনে করেন। তাই তামার পাত্রে কিছু দেবেন না। বদলে লোহার পাত্র ব্যাবহার করুন তাতে ভোগ দিন।

আরো পড়ুন: বিশ্বের সে’রা ১০ সুন্দরীর মধ্যে ভারতের ম’ধ্যে স্থা’ন পেলেন দীপিকা, আর কে কে আছেন?

৪. শুধু তাই নয় সব সময় পশ্চিম দিকে মুখ করে বসে এই দেবতার পূজো করা উচিত ।

৫. গ্রহ রাজের সামনা সামনি বসে কখনোই পূজো করবেন না। সব সময় একটু পশ্চিম দিকে মুখ করে বসে পূজো করবেন।

৬. শনিবার হলো বড়বাবার বার। এই দিন দুঃস্থ বা গরীব দুঃখীদের দান করা খুব ভালো কাজ। যদি করেন শনিদেবকে প্রসন্ন করতে পারবেন এভাবেই।

৭. এছাড়াও কালো জিনিস তার খুব প্রিয়। তাই শীতের দিনে কাউকে কালো কম্বল দান করা অত্যন্ত পুণ্যের। বা কোনো কালো পোশাক। এতে তিনি প্রসন্ন হন ।

তাই শনীদেবের রোষ থেকে বাঁচতে অবশ্যই এগুলো ট্রাই করুন। পারলে ওই দিনটা নিরামিষ খান । এইদিন মাছ মাংস পারেন তো খাবেন না ।