সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০১৬-র পর আ’র বাড়েনি বেতন, RBI প্রধান এখন ক’ত স্যালারি পা’ন?

রিজার্ভ ব্যােঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)-এর ২৫ তম গভর্নর হলেন শক্তিকান্ত দাস। গত আর্থিক বছরে RBI গভর্নর শক্তিকান্ত দাস মাসিক বেতন হিসাবে প্রতি মাসে 2.50 লাখ টাকা পেয়েছেন। শুধু বর্তমান গভর্নর নন, প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলও সেই সময়ে এই একই বেতন পেতেন।

এছাড়া, RBI-এর চার ডেপুটি গভর্নর এমডি পাত্র, এম রাজেস্বর রাও, এমকে জৈন ও টি রবি শঙ্কর বেতন হিসেবে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত 2.25 লাখ টাকা পেয়েছেন।

2022-এর আর্থিকবর্ষ পর্যন্ত RBI-এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত অনিল কুমার শর্মা, শিরীষ চন্দ্র মুর্মু, ওম প্রকাশ মল এবং মৃদুল কুমার সাগরের মতো আধিকারিকরা বেসিক স্যালারি হিসেবে পেয়েছেন 2.16 লাখ টাকা।

আরো পড়ুন: নতুন কোনো স’ম্প’র্কে জড়াচ্ছেন মদন মিত্র? অভিনেত্রীর স’ঙ্গে ছ’বি ভাইরাল

অন্যদিকে, RBI-র উচ্চ পদস্থ আধিকারিকদের বেতন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেয়ারম্যান দীনেশ খারা বা ব্যাঙ্ক অফ বরোদার ম্যানেজিং ডিরেক্টর বা CEO সঞ্জীব চাড্ডার বেতনের সমান।

2022-এর আর্থিক বছরে চাড্ডা 38.19 লাখ টাকা বেতন সহ 2,27,191 টাকার অন্য সুবিধা পেয়েছিলেন। পাশাপাশি, দীনেশ খারা 27 লাখ টাকার বার্ষিক বেতন- সহ 7,42,500 টাকার অন্য সুবিধা পেয়েছেন।