সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভোট কার্ডের সা’থে আধার লিংক, অভিন্ন ভোটার তা’লি’কা তৈরি করতে ই’চ্ছু’ক কেন্দ্র

নির্বাচনী আইন সংশোধন করে ভোটার কার্ডের সঙ্গে আধার সংখ্যার সংযুক্তির পথ হয়েছে প্রশস্ত। বর্তমানে সব জরুরি নথিপত্রের সঙ্গে আধার কার্ডের সংযোগ থাকা বাধ্যতামূলক। লোকসভা, বিধানসভা এবং পুর নির্বাচনে আগামী দিনে ভোটার তালিকার মাধ্যমে আগামী নির্বাচন করার কথা ভাবা হচ্ছে।

বিরোধীদের দাবি, ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে এক দেশ এক ভোটের পথে এগিয়ে চলেছে নরেন্দ্র মোদি সরকার। 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করে এক দেশ এক ভোটের নীতি সংসদে পাস করে নিতে চাইছে বিজেপি! এমনটাই আশঙ্কা বিরোধীদের। এমনটা হলে 2024 সালে লোকসভার সঙ্গে সঙ্গে রাজ্যের বিধানসভা গুলির ভোট সেরে ফেলা সম্ভব হবে।

এক দেশ এক ভোট চালু করতে হলে সবার আগে অভিন্ন ভোটার তালিকার প্রয়োজন। আধার এবং ভোটার কার্ড সংযুক্তির ফলে অভিন্ন ভোটার তালিকা তৈরি প্রশ্নে নীতিগত সম্মতি জানিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রকের সংসদীয় কমিটি। বিজেপি সাংসদ সুশীল মোদির নেতৃত্বাধীন এই কমিটি পুরভোট, বিধানসভা এবং লোকসভা ভোটে একই তালিকা ব্যবহার করার সুপারিশ করে এই রিপোর্ট দিয়েছেন।

গত 16 ই নভেম্বর প্রধানমন্ত্রী সচিবালয় থেকে মুখ্য নির্বাচন আধিকারিক সুশীল চন্দ্রকে অভিন্ন ভোটার তালিকা সংক্রান্ত বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের মতে, খুব দ্রুত এই কাজ সেরে ফেলার পক্ষপাতী শাসক শিবির। দলের ইস্তেহারে থাকা প্রতিশ্রুতি পালনে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র। অভিন্ন ভোটার তালিকা তৈরি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন কর্তাদের সঙ্গে খুব দ্রুত বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্তারা।