সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দে’শি ম’দ ফেনি’র উৎ’প’ত্তি কী’ভা’বে তা জা’না’তে গোয়ায় তৈ’রি হ’চ্ছে ম’দের মিউ’জি’য়াম

দেশি মদ ফেনি'র উৎপত্তি কীভাবে তা জানাতে গোয়ায় তৈরি হচ্ছে মদের মিউজিয়াম

দেশি মদের ইতিবৃত্ত জানাতে গোয়ায় তৈরি হচ্ছে মদের মিউজিয়াম। এবার মদের মিউজিয়াম দেখবে মানুষ ।

এক ব্যবসায়ী গোয়ায় এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। তাঁর দাবি, গোয়া সমুদ্র সৈকতের মোহে যেমন পর্যটকরা আসেন, ঠিক তেমন সেই সমুদ্রের আনন্দ মাটি হয়ে যায় ফেনির গ্লাসে চুমুক না দিলে সেই আমেজ থাকে না। তাই ফেনির জনপ্রিয়তা এত বেশি। সেটা খতেই অনেকে ছুটে আসেন বিদেশ থেকে। সেকারণেই ফেনির ইতিহাস জানাতে এই মিউজিয়ামটি তিনি তৈরি করেছেন বলে জানিয়েছেন।

এই মিউজিয়ামটি সমুদ্র সৈকতে ছোট্ট একটি গ্রাম কান্ডোলিমে তৈরি হয়েছে। নন্দন কুচেন্দ্রকান নামে এক ব্যবসায়ী এই মিউজিয়ামটি তৈরি করেছেন। তাঁর দাবি গোয়ার স্পেশািলটি তার ফেনিতে। এই ফেনির টানেই অনেক পর্যটক গোয়ায় বেড়াতে আসেন।

কিন্তু তাঁদের প্রায় কেউ জানেনই না কীভাবে গোয়ায় ফেনি এল। কেন গোয়ার দেশি মদের দাম ফেনি। কীভাবে সেটা তৈরি হয়। এরকম একাধিক বিষয় সম্পর্কে জানাতেই এই মিউজিয়াম তৈরি করা জরুরি ছিল বলে জানিয়েছেন তিনি।