সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভূ’তে’র একদম স্প’ষ্ট ছ’বি ধ’রা পড়লো ক্যামেরার লে’ন্সে! রীতিমতো ভাইরাল ছবি

এমন অনেক মানুষ রয়েছে যারা কিনা ভূতে বিশ্বাস করে না। কিন্তু আবার এমনও রয়েছে তারা দারুণ ভাবে ভূতে বিশ্বাসী। তাই কখনও কখনও মনে হয় ভূত থাকলেও থাকতে পারে। অনেক মানুষের ভূতের অভিজ্ঞতা রয়েছে, তারা যেন কিভাবে ভূত দেখতে পারে, তাদের ভূত চাক্ষুষ দেখা দেয়।

কিন্তু বিজ্ঞানের মতে ভূত বলে কিছুই হয় না। যদি কোনো অপ্রাকৃতিক ঘটনা ঘটে, তাহলে সেটা বৈজ্ঞানিক কারণেই ঘটছে এমনটাই মনে করে বিজ্ঞানীরা। ইতিমধ্যেই ভূত নিয়ে দারুণ গবেষণা হয়েছে সারা বিশ্ব জুড়ে।

বিশ্বের অনেক মানুষ এমন রয়েছে যারা কিনা ভূত অন্বেষণ করে থাকেন। সম্প্রতি এমনই এক কাপল যারা ভূতের অস্তিত্ব বুঝতে পেরেছে এমনকি সেটাকে ক্যামেরাবন্দি পর্যন্ত করেছেন। ইয়র্কশায়ারের এই ঘোস্ট হান্টার (Ghost Hunters) দম্পতি লিনজি এবং লি স্টিয়ার দাবি করেছেন যে, তারা ব্রিটেনের রোদারহ্যামের একটি কারাগারে ভূতের ছবি তুলেছেন।

আরো পড়ুন: বাংলাদেশের রহস্যময় চা, কেজি প্রতি দা’ম মা’ত্র ১৬ কো’টি!

তারা সেই ছবিকে বিশ্বের স্পষ্ট ভূতের ছবি বলে দাবি করেছেন। ব্রিটিশ পত্রিকা দ্য মিরর এ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেখানেই দম্পতি জানিয়েছে, তারা অনেক বছর থেকে ভূত সন্ধান করে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত এত ভালো ছবি হাতে পায় নি। লিনজি ছবি তুলে দারুণভাবে অবাক হয়ে গেছেন, কারণ এত স্পষ্ট ভূতের ছবি সে এর আগে পায়নি।

প্রাচীন স্কটিশ ইনভেন্টরি প্রিজনে তারা গিয়েছিল ভূতের ছবি তুলতে, আর সেখানেই তাদের মিলেছে সফলতা। তিনি আরও জানায়, কারাগারের ভেতরে একটি ছবি তুলেছিলেন, সেখানে কিছু দেখা না গেলেও পরে ছবিতে একটি মুখ ভেসে ওঠে। তিনি তার চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না।এত স্পষ্ট ভূতের ছবি কার কাছে আছে?