সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নাকের ভি’ত’র আ’স্ত একটি দাঁত, চিকিৎসা ক’র’তে গিয়ে মা’থা’য় হা’ত যুবকের

শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বহুদিন ধরে, কিন্তু হঠাৎ করে কেন এই শ্বাসকষ্ট? এটার উত্তর প্রথমদিকে খুঁজে পাইনি সে। একটু হাটলেই দৌড়ালে শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হতো, এর কোনো উত্তরই সে খুঁজে পাচ্ছিল না। মাঝে মাঝেই যেন দম বন্ধ হয়ে আসছে তার, শ্বাস ফুলে ফুলে উঠত। শেষ পর্যন্ত কোনো কূলকিনারা না পেয়ে দ্বারস্থ হয় ডাক্তারের দরজায়।

সেখানে গেলেও ডাক্তারেরা প্রথম দিকে একটু দ্বন্দ্বের মধ্যেই ছিল, আসলে কি হয়েছে সেই যুবকের? তারাও উত্তর পায়নি কোনোভাবেই। পরে অবশ্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ধরা পড়ে নাকের মধ্যে গজিয়ে উঠেছে দাত।

আর সেই কারণেই শ্বাস-প্রশ্বাসে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই দাঁত। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, এমনই এক অবাক করা ঘটনা সামনে আসে নিউ ইংল্যান্ডের জার্নাল অফ মেডিসিনে। দারুন এক সমস্যায় পড়ে ক্লিনিকে উপস্থিত হয় ৩৮ বছরের সেই যুবক।

সেখানে তার অসুবিধা সম্পর্কে জানানো হলে। ডাক্তারেরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে জানায় হয়তো, নাকের হাড় একদিকে সরে গেছে। নাকের হাড় যদি সরে যায়, তাহলে নাকের একটি ছিদ্র সংকীর্ণ হয়ে যায়। যার ফলে দারুন শ্বাসকষ্টের শিকার হতে হয় মানুষকে।

আরো পড়ুন: ইউক্রেনে কেন এ’তো ভারতীয় পড়ুয়া? ডাক্তারির জ’ন্য কে’ন জনপ্রিয় এই দেশ?

কিন্তু তার মুখের কোনো পরিবর্তন হয় না,নাকের হাড় এদিক ওদিক সরে যায় তাহলে কিছুটা হলেও মুখের আকৃতি পরিবর্তন ঘটে।সেরকম কোনো পরিবর্তন না দেখতে পেয়ে চিকিত্সকেরা আবার ভালোমতো পরীক্ষা-নিরীক্ষা করে তার। যে সে পরীক্ষা নয়, একেবারে রাইনোস্কোপ পরীক্ষার মাধ্যমে আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করা হয়।
ঠিক পরীক্ষা করার পর যখন রিপোর্ট হাতে আসে, তখন চিকিৎসকদের রিপোর্ট দেখে মাথা ঘুরে যাওয়ার অবস্থা। কারণ নাকের ছিদ্র একটি সাদা অংশ লক্ষ্য করা গেছে, যেটা আসলে একটি দাঁত। একেবারে ১৪ মিলিমিটার এই দাঁত গজিয়ে উঠেছে নাকের ছিদ্রে।যা দেখে চোখ কপালে উঠেছে চিকিৎসকদের। তবে তারা এই নিয়ে স্পষ্ট জানিয়েছে ঘটনাটি একেবারেই বিরল।