সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খানিকটা স্ব’স্তি, রান্নার গ্যাসের দা’ম ১৩৫ টা’কা কমলো

বর্তমানে ভারতের বাজারে মুদ্রাস্ফীতি সাধারণ মানুষকে অনেকটাই চাপের মুখে ফেলেছে।জ্বালানি থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম হুহু করে বেড়ে চলেছে প্রায় দৈনিক,কিন্তু মানুষ যখন কষ্ট হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।

কিন্তু আর কতদিন, সাধারণ মানুষের যেন রান্না বন্ধ হওয়ার জোগাড়। গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উজ্জ্বলা গ্যাস যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডারের ওপর ২০০ টাকার ভুর্তুকি দেওয়ার কথা জানানো হয়েছিল।

এবার জুন মাসের ১ তারিখে আরেক বড় ঘোষণা, ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১৩৫ টাকা কমানো হল। আজ বুধবার থেকেই এই দাম লাগু হবে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন: বধূকে হ’ত্যা’র দা’য়ে ৯০ বছরের শাশুড়ির যাবজ্জীবন কা’রা’দ’ণ্ড, কেঁ’দে ফেললেন বৃদ্ধা

এই ১৯ কেজি গ্যাস সিলিন্ডার হলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার, যার দাম গত মাসের প্রথম দিকে ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছিল, এবার এই মাসের প্রথম তারিখে ১৩৫ টাকা দাম আবার কমানো হল। ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ২৩৫৪ টাকা ছিল সেটাই এবার কমে ২২১৯টাকা করা হল।

দিল্লিতে আজ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম রাখা হয়েছে ২২১৯ টাকা, মুম্বাইতে কিছুটা দামের তফাৎ দেখা গিয়েছে, ২১৭১ টাকা। কলকাতায় এখন ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম রাখা হয়েছে ২৩২২ টাকা। চেন্নাইতে আগে এই গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৫০৭ টাকা, সেটা এখন কমে ২৩৭৩ টাকায় দাঁড়িয়েছে।