সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আদিবাসী’দের বি’ভি’ন্ন অ’ভি’যো’গ শোনা’র জন্য এক’টি আ’লো’চ’না স’ভা অনু’ষ্ঠিত হল

আদিবাসীদের বিভিন্ন অভিযোগ শোনার জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল

মালদা,২৬ আগস্ট : আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজার ব্লকের যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

মূলত খাস জমির উপর বসবাস করেন বেশ কিছু আদিবাসী পরিবার। তাদের অভিযোগ জমির রেকর্ড সহ বেশ কিছু সরকারি সুবিধা থেকে তারা বঞ্চিত। বর্তমান রাজ্য সরকার থেকে যে সমস্ত প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন না। তাদের অভিযোগ স্থানীয় প্রধান এবং ভিডিওর কাছে জানানো হয়েছে।

সরজমিনে তাদের বিভিন্ন অভিযোগ শোনার জন্য ইংরেজবাজার ব্লকের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাজ্জাদ আলী সহ অন্যান্য আধিকারিক ও আদিবাসী নেতৃত্ব।

আদিবাসীদের অভিযোগ, তারা যে জমিতে বসবাস করেন সেখানকার রেকর্ড তারা পাচ্ছেন না। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকেও তারা বঞ্চিত। আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পায় তা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

ইংরেজবাজার ব্লকের ভিডিও সৌগত চৌধুরী বলেন, স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের কিছু অভিযোগ রয়েছে। মূলত জমি সংক্রান্ত বিষয়ে এবং সরকারি কিছু প্রকল্পের সুবিধা পাচ্ছেন না কয়েকজন। তাদের অভিযোগ শুনে তার সমাধানের চেষ্টা করা হবে। তারা যেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পান সেই উদ্যোগ নেওয়া হবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে।