সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: বেসরকারি স্কুলের প্রা’য় ১২ লক্ষ পড়ুয়া নি’খোঁ’জ! চি’ন্তা’য় হরিয়ানা সরকার

করণা মহামারীর বিশ্বের সর্বত্র সে পড়েছে। বেকারত্বের সংখ্যা দিনে দিনে বাড়ছে।তাতে বেসরকারি সংস্থায় একটু ধিমিয়ে পড়েছে। ভীষণভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।অনেক জায়গায় শিক্ষার্থীরা পড়াশুনা ছেড়ে কাজে লেগে পরেছে। 2000 কুড়িতে বেসরকারি স্কুলগুলোতে নাম নথিভুক্ত হয়েছিল প্রায় 29 লক্ষ 83 হাজার পড়ুয়া।

কিন্তু গত একবছরের মধ্যে সেই শিক্ষার্থীর সংখ্যা 17 লক্ষ 31 হাজারে নেবে গেছে। এক বছরের মধ্যে 12 লক্ষ 50 হাজারের বেশি পড়ুয়া কোথায় গেল তার কোনো তথ্য নেই। বেসরকারি স্কুলের মধ্যে প্রায় 40 লক্ষ পড়ুয়া বেপাত্তা। এমনকি তারা স্কুল থেকে নাম পর্যন্ত কাটায়নি। বিপুল সংখ্যাক পড়ুয়ারা হঠাৎ ই বেপাত্তা হবে গেল।এই নিয়ে রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পড়ুয়াদের একটা বড়ো অংশ যদি স্কুলছুট হয়ে যায় তবে একটা বিরাট ঝড়ের আশঙ্কা আছে।

অনেকে মনে করছেন হরিয়ানাতে প্রচুর পরিযায়ী শ্রমিক ছিলেন যারা লকডাউন এ নিজের রাজ্যে চলে গেছেন।সেই ক্ষেত্রে তাদের সন্তান রাও তাদের সাথে চলে গেছেন। তার জন্যও কিছুটা ঘাটতি পরেছে। সবমিলিয়ে এত সংখ্যক পড়ুয়া পাত্তা হওয়ায় রাজ্য প্রশাসন বেশ চিন্তিত হয়েছেন।