সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশিয়ায় দা’পি’য়ে বে’ড়া’চ্ছে মশাদের ঘূর্ণিঝড়, দেখুন ভিডিও

মশার ঘুর্ণিঝড়ের তাণ্ডবে নাজেহাল রাশিয়ার বাসিন্দারা। দল বেঁধে ঝাঁকে ঝাঁকে মশা উড়ে আসছে! মশার ঘূর্ণিঝড়ের আড়ালে লুকিয়ে গিয়েছে সূর্য। এমনই এক পরিস্থিতির মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন রাশিয়ার বাসিন্দারা। মসকুইটো টর্নেডোতে জেরবার রাশিয়ার পূর্ব দিকে অবস্থিত কামচাটকা পেনিনসুলার একাধিক গ্রাম। ঘটনা দেখে গ্রামের বাসিন্দাদের চক্ষু চড়কগাছ। আর নেট মাধ্যমে এই ছবি শেয়ার হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

মসকুইটো টর্নেডোর এই দৃশ্য ভিডিও কিংবা ছবি মার্শাল ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে। রাশিয়ার এই ঘটনা দেখে অবাক সারা পৃথিবীর মানুষ। তবে ঝাঁকে ঝাঁকে মশা কিন্তু মানুষের রক্ত চুষবে বলে উড়ে আসছে, এমনটা নয়। বিশেষজ্ঞদের মতে, পুরুষ মশারা এক বা একাধিক মহিলা মশাকে ঘিরে সঙ্গমে মেতেছে! সেই কারণেই নাকি সূর্য গেছে পাটে।

মশারা একত্রিত হয়ে সূর্যকেও রীতিমতো ঢেকে ফেলেছে। ঘটনা দেখে রাশিয়ার বাসিন্দারা তো বটেই, সারা পৃথিবীর মানুষ বেশ ভয় পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই হাড় হিম করা দৃশ্য। মসকুইটো টর্নেডো আগে কখনো না দেখে থাকলে দেখুন এই প্রতিবেদন মারফত।